ঝিনাইদহের কালীগঞ্জে পালিত হয়েছে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। সোমবার সন্ধ্যায় দিবসটি উপলক্ষে কালীগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রলীগের উদ্যোগে কেক কাটা, আলোচনা সভা, আতশবাজি শো ও প্রমাণ্য চিত্র প্রদর্শনী করা হয়।
সন্ধ্যা ৬টায় কালীগঞ্জ পৌর ছাত্রলীগ আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পৌর ছাত্রলীগের আহ্বায়ক আশিকুর রহমান সোহাগ। কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অনুষ্ঠিত বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন, পৌরসভার মেয়র আশরাফুল আলম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর হোসেন সোহেল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আনিচুর রহমান মিঠু ও ইসরাইল হোসেন এবং উপজেলা ছাত্রলীগের সাবেক ছাত্রী বিষয়ক সম্পাদক মুমতারিন ফেরদৌস ডরিন। এ ছাড়া উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের নাজমুল ইসলাম নাজিম, সাধারন সম্পাদক মনির হোসেন সুমন ও সাংগঠনিক সম্পাদক রিয়াজ মোল্লাসহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
পরে উপজেলা ছাত্রলীগের আয়োজনে আতশবাজি শো এবং “হাসিনা এ ডটারস” শিরোনামে প্রমাণ্য চিত্র প্রদর্শন করা হয়।