রংপুরের পীরগাছায় পলিথিন আর চটে ঘেরা সেই বৃদ্ধ দম্পতির বাড়ি পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসন। সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শামসুল আরেফীন দুই বস্তা শুকনা খাবার ও কম্বল নিয়ে বৃদ্ধা ইসমাইল হোসেন-মমেনা বেগমের বাড়িতে হাজির হন। এ সময় তিনি তাদের দুঃখ-দুদর্শার কথা শোনেন এবং তাদের জন্য একটি ঘর করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল আজিজ, পীরগাছা প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক এম খোরশেদ আলম, সদস্য সচিব তাজরুল ইসলাম উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ‘পলিথিন আর চটে ঘেরা ইসমাইল-মমেনার দুর্ভাগা সংসার’ শিরোনামে বিভিন্ন পত্রিকায় সচিত্র প্রতিবেদন প্রকাশিত হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। বিষয়টি নজরে আসলে সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শামসুল আরেফীন চাল, ডাল, তেল, আটা, সুজি, নুডুস এবং কম্বল নিয়ে ওই বাড়িতে হাজির হন। এ ছাড়া নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলার বিভিন্ন ইউনিয়নে ভূমিহীনদের জন্য প্রধানমন্ত্রীর দেয়া অনুদানের পাকা ঘর নির্মানের চলমান কাজ পরিদর্শন করেন।