সিরাজদিখানে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় উপজেলা মোড় চোকদার পাড়ায়, উপজেলা ছাত্রলীগের আয়োজনে কেক কাটা, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈকত মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পারভেজ চোকদার পাপ্পুর সঞ্চালনায় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহম্মেদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও লতব্দী ইউপি চেয়ারম্যান এসএম সোহরাব হোসেন, রশুনিয়া ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম পিন্টু, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক মাসুদ লস্কর, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব, উপজেলা ছাত্রলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক জেএফ রোহানসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।