ময়মনসিংহের গফরগাঁওয়ে ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এই উপলক্ষে সোমবার দুপুর দেড়টায় দিকে পৌরশহরের গো-হাটা ফেডারেশন মাঠ থেকে ছাত্রলীগের সফলতা কামনা করে একটি বিশাল আনন্দ মিছিল বের হয়। মিছিলটি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভায় মিলিত হয়।
গফরগাঁও উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সানিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মন্ডলের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-আহবায়ক আশরাফ উদ্দিন বাদল, জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি ও পৌর মেয়র এস. এম ইকবাল হোসেন সুমন, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ আতাউর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পৌরসভা ছাত্রলীগের সভাপতি সাকিব মাহমুদ সিয়াম, সাধারণ সম্পাদক মেহরাব হোসেন তানভীর প্রমূখ।