দিঘলিয়ায় খাদ্যের নিরাপত্তা বিষয়ক এক সেমিনার গত সোমবার সকলে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুবুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান সেখ মারুফুল ইসলাম। ওই সেমিনারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশার (ভূমি) মোঃআলীমুজ্জামান মিলন,সমাজ সেবা কর্ম কর্তা মনিরুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুবুর রহমান, কৃষি কর্মকর্তা ইসরাইল হোসেন, দিঘলিয়া থানা পুলিশ পরিদর্শক রিপন কুমার, সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মোঃ ফরহাদ হোসেন সহ দিঘলিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। এ সেমিনারে আরো উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন হোটেল ও খাবার এর ব্যাবসায়ী বৃন্দ। ওই সেমিনার সার্বিকভাবে পরিচালনা করেন সুরাইয়া ইয়াসমিন খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা খুলনা জেলা।