দিঘলিয়ার সেনহাটি এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, বাড়ি ভাংচুরের অভিযোগ উঠেছে। গতকাল ৩ জানুয়ারি সকালে সেনহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী জিয়াউর রহমানের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে সেনহাটি ৪ নং ওয়ার্ড আওয়ামিলীগ সাধারণ সম্পাদক মাসুদ সরদার, এ সময় দিঘলিয়া উপজেলা আওয়ামিলীগ সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেন এর উপস্থিতিতে মাসুদ সরদারকে চেয়ারম্যান গাজী জিয়াউর রহমান চড় থাবা মেরে চলে গেলে এরপর থেকে ঘটনার সুত্রপাত ঘটে। এরপর দুপুর একটার দিকে সেনহাটির চন্দনীমহল এলাকায় দুই গ্রুপের সংঘর্ষ হয়, সংঘর্ষ চলাকালে বাবু গাজী ও মিল্লাত নামে দুইজন আহত হয়। খবর পেয়ে দিঘলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি সহ একটি মোটরসাইকেল উদ্ধার করে।
এই বিষয়ে সেনহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী জিয়াউর রহমানের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি জানান " সকালে স্থানীয় রাজনীতি নিয়ে মাসুদ সরদারের সাথে তর্কাতর্কির একপর্যায়ে তিনি তাকে একটি চড় মারেন এবং সাথে সাথে ঘটনাস্থল ত্যাগ করেন, পরবর্তীতে তিনি বাড়িতে যাওয়ার সময় তার উপর পিস্তল নিয়ে হামলা করতে যায় জিয়া চৈকিদার নামে এক ব্যাক্তি, স্থানীয় জনতার ধাওয়া খেয়ে হামলাকারী পিস্তল, গুলি ও মোটরসাইকেল ফেলে পালিয়ে গেলে পুলিশ এসে অস্ত্র ও গুলি উদ্ধার করে।
এরপর উপজেলা যুবলীগের সহ সভাপতি গাজী মাসুদ রানা এর বাড়িতে হামলা চালানো হয়, হামলার সময় রানা ঢাকায় অবস্থান করছিলেন। ঘটনা সম্পর্কে গাজী মাসুদ রানার কাছে জানতে চাইলে তিনি জানান জিয়া গাজীর জনপ্রিয়তা কমে যাওয়ায় আমার সমর্থকদের উপর হামলা চালিয়েছে, চেয়ারম্যানের হামলায় মাসুদ সরদার সহ কয়েক জনকে আহত করে আমার বাড়িতে হামলা করে অপকর্ম ঢাকতে নিজেরা পিস্তল ও গুলি ফেলে রেখে আমার লোকজনের উপর অভিযোগ করছেন।
দিঘলিয়া থানার ডিউটি কর্মকর্তা এই প্রতিনিধিকে মুঠোফোনে বলেন পরিস্থিতি স্বাভাবিক আছে, এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে এবং অস্ত্র উদ্ধারের কথা স্বীকার করেন।
এই রিপোর্ট লেখা পর্যন্ত দিঘলিয়া থানায় কোন অভিযোগ বা মামলা হয়নি।