দিঘলিয়া উপজেলার বিভিন্ন গ্রামে নানা ধরনের নেশা দ্রব্যের অবাধ আমদানি ও বেচাকেনা চলছে। যুব সমাজ এসবনেশার চক্রে পড়ে ধ্বংসের দার প্রান্তে।অভিভাবকমহল উদ্বিগ্ন ও ক্ষুব্ধ। আইন প্রয়োগকারি সকল সংস্থা অজ্ঞাত কারণে নিরব দর্শকের ভূমিকায়।
এলাকাবাসী সূত্রে জানা যায়,দিঘলিয়া উপজেলার ফরমাইশখানা,দেয়াড়া কলোনি, দেয়াড়া পূর্বপাড়া,দেয়াড়া জ্ঞানীর মোড়,সেনহাটি, সুগন্ধি সহ বিভিন্ন গ্রামের প্রত্যন্ত অঞ্চলে গাজা,ইয়াবাসহ নানা ধরনের নেশা দ্রব্য আমদানিও অবাধে কেনাবেচা চলছে। এসব নেশা দ্রব্যের ক্রেতা-বিক্রেতাদের চক্রে পড়ে আজ যুব সমাজ হুমকির মুখে। নানা ধরনের নেশায় আসক্ত এসব যুবকেরা পারিবারিক ও সামাজিক কোন অবরোধ মানছেনা।
পরিবারে নানা বিশৃঙ্খলা, ভাংচুর ও অশান্তি সৃষ্টি করছে। যে কারণেঅভিভাবক মহল একদিকে তাদের সন্তান নিয়ে উদ্বিগ্ন, অপর দিকে এসব নেশা দ্রব্যের আমদানি ও অবাধে কেনা-বেচা দেখে ক্ষুব্দ।দিঘলিয়ার ফরমাইশখানা ও দেয়াড়া গ্রামের নেশায় আসক্ত কয়েকজন যুবকের মায়ের সঙ্গে যোগাযোগ করে জানা যায়,এ সব নেশা দ্রব্য যারা আমদানি ও বেচাকেনা করছে তারা খুবই সংঘবদ্ধ ও এদের পিছনে পর্দার আড়ালে রয়েছে সমাজে অস্বীকৃত প্রভাবশালী মহল। যে সব কারণে সমাজে শান্তিপ্রিয় মানুষ এদের বিপক্ষে কথা বলতে ভয় পায়।
এদের বিরুদ্ধে কথা বললে তারা নানাভাবে তাদের উত্তাক্ত করে এলাকা ছাড়া করে। এলাকায় পুলিশ এলে এ সব
নেশা দ্রব্য আমদানি ও বেচাকেনার সাথে জড়িত মহল নানাজনের প্রতি সন্দেহের তীর ছোঁড়া আরম্ভ করে। অনেকের কাছে ক্ষতিপূরণ ও দাবি করে। এদের নানা অত্যাচারে ইতোমধ্যে অনেকে এলাকা ছাড়া হয়েছে। অপর একটা সূত্র থেকে জানা যায়, এসব নেশা দ্রব্যের আমদানি ও বেচাকেনার ব্যাপারে পুলিশকে জানাতে গেলে পুলিশ বলে কারা,কোথায়এবং কোন সময় বহন করে এবং বেচাকেনা করে তাদের হাতেনাতে ধরিয়ে দিতে।উক্ত সূত্র দুঃখ করে এ প্রতিনিধিকে জানান,আইন প্রয়োগকারী সকল সংস্থার প্রচার মাধ্যমে প্রচার শুধুই লোক দেখানো। দিঘলিয়া উপজেলার সর্বত্র সকল প্রকার নেশা দ্রব্যের অবাধ কেনাবেচা চললেও অজ্ঞাত কারণে নিরব ভূমিকা বলে এলাকাবাসী জানায়। এ ব্যাপারে দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে এ ব্যাপারে জানতে চাইলে তিনি এ প্রতিনিধিকে জানান,দিঘলিয়া থানা পুলিশ এ ব্যাপারে জিরো টলারেন্স। নেশা দ্রব্য বিক্রির সাথে
যারা জড়িত তাদের গ্রেফতারে অভিযান অব্যহত আছে।