খুলনার পাইকগাছায় চুরি, মাদক সহ ৯ মামলার আসামি নাসির গাজী (২২)কে রোববার মাদক বিক্রয় কালে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে পৌর সভার ৫ নং ওয়ার্ডের সরল গ্রামের খোকন গাজীর ছেলে।
জানা যায়, পাইকগাছা থানার পিএসআই মোল্যা শাহদাৎ অভিযান চালিয়ে ৬ নং ওয়ার্ডের মাক্রস্টান্ডের সামনে গাঁজা বিক্রি কালে নাসির উদ্দীন গাজীকে হাতে নাতে গ্রেফতার করে। এ ঘটনায় থানায় মাদক আইনে মামলা হয়েছে। ওসি এজাজ শফী জানান, তার নামে পাইকগাছা থানায় মাদক, চুরি সহ নয়টি মামলা রয়েছে।