বাংলাদেশ সরকারের অর্থায়নে পরিচালিত এসইআইপি প্রকল্পের আওতায় রিহ্যাব-ইআইটি কর্তৃক বাস্তবায়নাধীন প্রশিক্ষণ কার্যক্রম এর শুভ উদ্বোধন।
বাংলাদেশ সরকারের সকল প্রকার স্বা¯’্যবিধি অনুসরন করে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিঊট অব টেকনোলজি(ইআইটি),রংপুর, সরকার ঘোষিত জনবলকে জনশক্তিতে র“পান্তরিত করার লক্ষে এসইআইপি-রিহ্যাব প্রকল্পের দক্ষ শ্রমিক উন্নয়নে স¤পুর্ন ফ্রি প্রশিক্ষণ কার্যক্রমরোববার শুর“ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন অত্র প্রতিষ্ঠানের চেয়ারম্যান,বিশিষ্ঠ শিক্ষানুরাগী ক্রিড়া সংগঠক এ.কে.এম নজমল হক এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের পরিচালক মোঃ নাজমুল আলম।