তৃতীয় ধাপে ৩০ জানুয়ারি জকিগঞ্জ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনের মনোনয়নপত্র বাছ্ইায়ের দিনে গতকাল রোববার পৌর নির্বাচনে বিএনপির বিদ্রোহী মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন হীরার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে। সিলেট জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং কর্মকর্তা ফয়সল কাদের জানান, স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে ১০০ জন ভোটারের সমর্থনসূচক স্বাক্ষর সংযুক্ত করে মনোনয়নপত্র জমা দিতে হয়। ১০০ জনের মধ্যে ওই প্রার্থী দুইজন ভোটারের ভূয়া স্বাক্ষর নিয়েছেন বলে তদন্তকারী কর্মকর্তা নিশ্চিত হয়েছেন। দুইজনের মধ্যে একজন পুরুষ ভোটার সুনামগঞ্জে এবং একজন নারী ভোটার স্বামীর বাড়িতে অবস্থান করছেন বলে তদন্ত কর্মকর্তাকে জানিয়েছেন। প্রার্থী আব্দুল্লাহ আল মামুন বলেন, আমি বিষয়টি আপিল করবো এবং দুই ভোটারই স্বশরীরে আপিল আদালতে হাজির হবেন। ওই নির্বাচনে মেয়র পদে ৭, সংরক্ষিত কাউন্সিলর পদে ৯ এবং কাউন্সিলর পদে ৩৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।