ঝিনাইদহে বাংলাদেশ প্যারা মেডিকেল ডাক্তার অ্যাসোসিয়েশন (বিপিডিএ) খুলনা বিভাগীয় অস্থায়ী কার্ষালয়ের উদ্বোধন করা হয়েছে।
রোববার দুপুরে ঝিনাইদহ শহরের হামদহ শেখপাড়া এলাকায় ফিতা কেটে এ কার্ষালয়ের উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্যারা মেডিকেল ডাক্তার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. আর এম রনি, সহ-সভাপতি ডা. কামাল হোসেন. যুগ্ম মহাসচিব ডা. মোশাররফ হোসেন, ডা. ফজলুর রহমান তপন, তথ্য ও যোগাযোগ সম্পাদক ডা. আমীরুল ইসলাম, সাহিত্য সম্পাদক ডা. আবদুল জব্বার, ঝিনাইদহ জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রাজু আহম্মেদ, যুবলীগ নেতা তরুন সমাজসেবক বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম।
পরে আলোচনা সভা শেষে বাংলাদেশ প্যারা মেডিকেল ডাক্তার অ্যাসোসিয়েশন খুলনা বিভাগীয় কমিটি গঠন করা হয়। এতে ডা. নজরুল ইসলাম, ডা. জাফর ইকবালকে যুগ্ম আহ্বায়ক ও ডা. জুইস উজ্জামানকে সদস্য করে ৫০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।