ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের ময়মনসিংহের তারাকান্দায় বাসের চাপায় একই পরিবারের ৬জনসহ অটোরিকশার সাত আরোহী নিহত হয়েছেন। রোববার দুপুর ১টার দিকে উপজেলার নেত্রকোণা-ময়মনসিংহ মহাসড়কের গাছতলা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিনজন পুরুষ, তিনজন নারী ও এক নবজাতক শিশু রয়েছে। এদের মধ্যে ৬ জনই একই পরিবারের সদস্য। অপরজন সিএনজি চালক। নিহত ৬জন নেত্রকোনা জেলার পুর্বধলা উপজেলার আগিয়া ইউনিয়নের ফেচুয়ালেঞ্জি গ্রামের নেত্রকোনা জেলার পুর্বধলা উপজেলার আগিয়া ইউনিয়নের ফেচুয়ালেঞ্জি গ্রামের।
নিহতরা হলেন, পুর্বধলা উপজেলার আগিয়া ইউনিয়নের ফেচুয়ালেঞ্জি গ্রামের মৃত হামিদ আলীর ছেলে মাওলানা ফারুক আহমেদ (৪২), তার স্ত্রী মাসুমা খাতুন (২৫) ও নবজাতক শিশুপুত্র, ফারুক আহমেদের বড় ভাই নিজাম উদ্দিন (৫০), বোন জুলেখা খাতুন (৩০), চাচাতো বোন জোসনা বেগম (২৯), এবং ময়মনসিংহ সদর উপজেলার চরলক্ষীপুর গ্রামের আবুল হোসেনের ছেলে অটোরিকশা চালক রাকিবুল হাসান (৩০)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ময়মনসিংহ-নেত্রকোনা আঞ্চলিক সড়কের গাছতলা নামকস্থানে নেত্রকোনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী শাহজালাল পরিবহনের একটি বাস বেলা ১টার দিকে ময়মনসিংহ থেকে নেত্রকোনাগামী অপর একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এ সময় বাসটি যাত্রীসহ সিএনজিটিকে টেনে দুইশ গজ সামনে নিয়ে যায়। দূর্ঘটনায় সিএনজিটি একেবারে দুমড়ে-মুচরে যায়। পুলিশ ও ফায়ার সার্ভিস মরদেহগুলো উদ্ধার করে শ্যামগঞ্জ হাইওয়ে থানায় রাখে।
নিহতের স্বজন আলী হোসেন জানান, গত কয়েকদিন আগে মাওলানা ফারুক হোসেন তার সন্তান সম্ভবা স্ত্রী মাসুমা খাতুনকে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান কার চিকিৎসকরা রোগীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। পরিবারের সদস্য গত শুক্রবার (১জানুয়ারী) অসুস্থ স্ত্রীকে ময়মনসিংহের একটি হাসপাতালে ভর্তি করে। ঐ দিনই মাসুমা খাতুন স্বাভাবিক ভাবে একটি পুত্র সন্তান প্রসব করে। রোববার (৩ জানুয়ারী) মা ও নবজাতক সুস্থ্য হলে তাকে নিয়ে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী রবিউল ইসলাম জানান, বাস চালকের ভুলের কারনেই দুর্ঘটনাটি ঘটেছে। দ্রুতগতির বাসটি অপর একটি মাহিন্দ্রকে অভারটেক করতে গিয়ে অটোরিকশাকে চাপা দেয়। পরে বাসটিকে আটক করা হয়।
তারাকান্দা থানার ওসি আবুল খায়ের জানান, মরদেহগুলি উদ্ধার করে শ্যামগঞ্জ হাইওয়ে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় পর উত্তেজিত জনতা ময়মনসিংহ-নেত্রকোনা সড়ক প্রায় দেড় ঘন্টা আবরোধ করে রাখে। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্র করে যান চলাচল স্বাভাবিক করে। পুলিশ বাসটি আটক করেছে। তবে চালক পালিয়ে গেছে।