নীলফামারীর ডিমলায় অপহরনের ২৭ দিন পর ১০ম শ্রেনীর এক ছাত্রীকে উদ্ধার করেছে ডিমলা থানা পুলিশ।
শনিবার রাতে জেলার জলঢাকা উপজেলার গুলমুন্ডা ইউনিয়নের হলদিবাড়ী গ্রাম থেকে ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের ছাতুনামা গ্রামের আনছার আলীর মেয়ে ও ডালিয়া চাপানী উ”চ বিদ্যালয়ের ১০ম শ্রেনীর ছাত্রী রিনুফা আক্তারকে পিতার অভিযোগের ভিত্তিতে ডিমলা থানা পুলিশ উদ্ধার করে। এ সময় অপহরনকারী পালিয়ে যায়। ওই ছাত্রী গত (৬ডিসেম্বর) সকালে কোচিং করার উদ্দেশ্যে চাপানীহাট মহিলা কলেজ সংলগ্ন ক্যাডেট একাডেমিতে যাওয়ার পথিমধ্যে জলঢাকা উপজেলার হলদিবাড়ী গ্রামের সলেমান আলীর ছেলে স¤্রাট(২৩) ও ডিমলা উপজেলার উত্তর ঝুনাগাছ চাপানী গ্রামের চেকরু মামুদেন ছেলে জিল্লুর রহমান(২৭)সহ ৬জন মিলে অপহরণ করে সিএনজিতে তুলে নিয়ে যায়। ডিমলা থানার ওসি সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে ডিমলা থানায় ৬জনকে আসামি করে একটি অপহরণ মামলা দায়ের করা হয়েছে এবং রোববার ভিকটিমের ডাক্তারী পরীক্ষার জন্য নীলফামারী সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।