গাজীপুরের কাপাসিয়া উপজেলা সদর বাজারে মহিলা ক্রেতা-বিক্রেতাদের সুবিধার্থে মহিলা কর্নারের আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি। ২ জানুয়ারি শনিবার দুপুরে কাপাসিয়া বাজারের পশ্চিম পাশের্^ কাঁচা বাজার সংলগ্ন এ ‘মহিলা কর্নার’ উদ্বোধন করা হয়।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ আমানত হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ ইসমত আরা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ্, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, কাপাসিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাখাওয়াত হোসেন প্রধান, সাধারণ সম্পাদক রাজীব ঘোষ, কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী বদু, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন প্রধান, উপজেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভানেত্রী কামরুন নাহার রিনাসহ বাজার ব্যবসায়ী সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে প্রধান অতিথি এমপি রিমি কাপাসিয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের নির্মাণ কাজ এবং বাজারের বিভিন্ন দোকান পরিদর্শন করেন। এ সময় তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনা, ভূক্তা অধিকার সংরক্ষণ ও ভেজাল মুক্ত পণ্য বিক্রি করার জন্য ব্যবসায়ীদের পরামর্শ প্রদান করেন।