বাগেরহাটের মোল্লাহাটে সম্পূর্ণ বিধি অনুযায়ী (অনিয়ম-দূর্নীতি মুক্ত উপায়ে) ও দ্রুত ভূমি জরিপ কার্যক্রম সম্পন্ন করতে এক সভা অনুষ্ঠিত হয়েছে। সেটেলমেন্ট কার্যালয়ের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় শনিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাফ্ফারা তাসনীনের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি ছিলেন ভূমি জরিপ অধিদপ্তরের পরিচালক, অতিরিক্ত সচিব-মোহাম্মাদ ওয়াহিদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন খুলনা জোনাল কর্মকর্তা, উপসচিব-কালা চাঁদ সিংহ, উপজেলা চেয়ারম্যান শাহিনুল আলম ছানা, খুলনা জোনাল চার্জ কর্মকর্তা ফাতেমাতুজ-জোহরা, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য মন্ডল ও থানা কর্মকর্তা ইনচার্জ কাজি গোলাম কবির।
এছাড়া উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন-সহকারী সেটেলমেন্ট কর্মকর্তা বিমল কৃষ্ণ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অবঃ অধ্যক্ষ মাওঃ মোঃ আসগর আলী, ইউপি চেয়ারম্যান হায়দার মামুন ও সাবেক চেয়ারম্যান সিকদার জামাল উদ্দিন, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান ও সহ-সভাপতি শরীফ মাসুদুল করিম সহ সংশ্লিষ্ট কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ভূমি মালিক প্রমূখ।