গাজীপুরের কাপাসিয়া উপজেলার 'উত্তর খামের ঈদগাহ মাঠ' ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে অসহায়, হতদরিদ্র ও শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ২জানুয়ারি শনিবার সকালে উপজেলার উত্তর খামের ঈদগাহ্ উচ্চবিদ্যালয় মাঠে এ কম্বল বিতরণ করা হয়।
উত্তর খামের ঈদগাহ্ মাঠ ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মনির হোসেন মানিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শীতার্তদের মাঝে আনুষ্ঠানিকভাবে কম্বল বিতরণ করেন উত্তর খামের ঈদগাহ্ মাঠ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ আমানত হোসেন খান।
এসময় অন্যান্যের মাঝে ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম চৌধুরী ইমন মিয়া, ত্রিমোহনী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি এবিএম সাইফুল ইসলাম মোল্লা, কড়িহাতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম মোল্লা মতিন, কাপাসিয়া ডিগ্রী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি হাফিজুল হক চৌধুরী আইয়ুব, সমাজসেবক আকরাম হোসেন চৌধুরী, সমাজসেবক মোফাজ্জল হোসেন খান, মজিবুর রহমান বেপারী, ইউপি সদস্য ইলিয়াস হোসেন মোল্লা, সমাজসেবক সোহেল খান, সমাজসেবক জিলন বেপারী সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।