রংপুরে ছাত্রদল নেতাকর্মীরা বর্তমান সরকারের বিরুদ্ধে যে কোন আন্দলোন সংগ্রামের জন্য প্রস্তুত।৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা ও মহানগর ছাত্রদলের আলোচনা সভায় নেতৃবৃন্দ এ কথা বলেন। শনিবার সকালে দলীয় কার্যালয়ে মনিরুজ্জামনের হিজবুলের সভাপতিত্বে জেলা ছাত্রদল এবং বিকালে নুর হাসান সুমনের সভাপতিত্বে মহানগর ছাত্রদল আলোচনা সভার আয়োজন করে। সভায় অতিথীর বক্তব্য রাখেন, মহানগর বিএনপি’র সাধারন সম্পাদক সহিদুল ইসলাম মিজু,জেলা বিএনপি’র সাধারন সম্পাদক রইচ আহম্মেদ,মহানগর বিএনপি’র যুগ্ম সম্পাদক আনিসুর রহমান লাকু, রাশেদুন্নবী বিপ্লব,মহানগর যুবদলের সভাপতি এ্যাডভোকেট মাহাফুজ উন নবী ডন,জেলা ছাত্রদল সাধারন সম্পাদক সামসুজ্জোহা,মহানগর ছাত্রদল সাধারন সম্পাদক জাকেরিয়া আলম জিম,সিনিয়র সহ সভাপতি মামুনুর রশিদ মুকুট, অ্যাপোলো,সাংগঠনিক সম্পাদক রাজিব চৌধুরী প্রমুখ। নেতৃবৃন্দ বলেন,বিনাভোটের এই সরকার পুলিশ প্রশাসনকে দলীয় ক্যাডার বাহিনী তে পরিনত করেছে। বিএনপি সহ সকল বিরোধী দলের উপর হামলা, মামলা দিয়ে ক্ষমতায় টিকে আছে।তাদের নেতাকর্মীরা লুটপাট করে সম্পদের পাহার গড়েছে। দেশে আজ গণতন্ত্র নেই। মানুষের কথা বলার অধীকার নেই। সংবিধানে যে সকল মৌলিক অধীকার দেয়া হয়েছে তা এই সরকার নির্বাসনে পাঠিয়েছে।রাজপথে প্রতিবাদ করতে আজ তাদের অনুমতি নিতে হয়। দ্রব্যমূল্য উর্দ্ধমূখী।চাল ডাল নিত্য পন্যের বাজারে গিয়ে মানুষ আজ দিশাহারা।ধর্ষণ,খুন এখন নিত্য দিনের ঘটনা। মানুষের জানমালের কোন নিরাপত্তা নাই। দেশের মানুষ আজ এই সরকারের হাত থেকে রক্ষা পেতে চায়। তারা তাদের লুণ্ঠিত ভোটাধীকার ফিরে চায়।স্বাধীনতার মূল মন্ত্র গণতান্ত্রিক বাংলাদেশ চায়। জনগনের ভোটে নির্বাচিত সরকার চায়। আর সে জন্যে এই অবৈধ সরকারকে হঠাতে হবে।একটি নিরেপেক্ষ সরকারের অধীন আবাধ ও সুষ্ঠ গ্রহনযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য ছাত্র জনতা সহ সকল শ্রেনী পেশার মানুষকে রাজপথে নামতে হবে। রংপুর জেলা ও মহানগর ছাত্রদল সহ বিএনপি’র সকল স্তরের নেতাকর্মীরা এই আন্দোলনের জন্য প্রস্তত আছে।