‘ক্ষুধা ও দারিদ্রমুক্ত সমাজ বিনির্মাণে, সেবা ও সুযোগ প্রান্তজনে’-এ স্লোগানকে সামনে সরাইলে যথাযথ ভাবে পালিত হয়েছে জাতীয় সমাজসেবা দিবস। দিবসটি পালন উপলক্ষে সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ওই সভায় স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় স্থানীয় সমাজসেবা কর্মকর্তার দফতর উপজেলা পর্যায়ে সরকারের সকল সেবামূলক কর্মকা- তুলে ধরেন। কাজ গুলি বাস্তবায়নে সমস্যা হলে সমাধানের বিষয়েও আলোচনা হয়। পরে একই স্থানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল হক মৃদুলের সভাপতি অনুষ্ঠিত হয় সমাজসেবা অধিদফতর কর্তৃক পরিচালিত সামাজিক নিরাপত্তা কর্মসূচীর সফল বাস্তবায়নে জিটুপি কার্যক্রমের ভূমিকা শীর্ষক সেমিনার। সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদের (পিএ) সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর। বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আবু হানিফ, সরাইল সদর ইউপি চেয়ারম্যান আবদুল জব্বার, শাহজাদাপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম খোকন, শাহবাজপুর ইউপি চেয়ারম্যান রাজিব আহমেদ রাজ্জি, নোয়াগাঁও ইউপি চেয়ারম্যান মো. কাজল চৌধুরী, কালিকচ্ছ ইউপি চেয়ারম্যান মো. সরাফত আলী, পানিশ্বর ইউপি চেয়ারম্যান মো. দ্বীন ইসলাম, অরূয়াইল ইউপি চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, পাকশিমুল ইউপি চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, চুন্টা ইউপি চেয়ারম্যান শেখ মো. হাবিবুর রহমান ও সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খান বাবুল। বক্তারা- বর্তমান সরকারের সময়োপযোগি পদক্ষেপের ফসল মুক্তিযোদ্ধা, বয়স্ক, বিধবা, হিজড়া, প্রতিবন্ধী, দলিত হরিজন ও বেদে সম্প্রদায়ের ভাতা। এসব ভাতা তাদের মধ্যে সচ্ছলতা ফিরিয়ে এনেছে। এ ছাড়া বিভিন্ন ধরণের ভাতার সুষ্ঠ্যু বিভাজন ও বন্টনের বিষয়ে উম্মুক্ত আলোচনা করেন। ভাতায় তালিকাভূক্ত হতে সুবিধাভোগীদের শুধু ১০ টাকা দিয়ে ব্যাংকে হিসাব খুলতে হবে। মাঝখানে কেউ থাকবে না। অতিরিক্ত ১টি টাকাও কাউকে দিতে হবে না বলে জানিয়েছেন সমাজসেবা কর্মকর্তা। প্রধান অতিথি রফিক উদ্দিন ঠাকুর ও ইউএনও বলেন, ভাল কাজ করতে হলে পরিশ্রম করতে হবে। সমস্যা থাকবেই। সমাধান করেই কাজ করতে হবে। আমরা বঙ্গবন্ধুকে দেখিনি। ওঁর কর্মকান্ডের কথা শুনেছি। দেখেছি। তাই জাতীর পিতা বলছি। ভাল কিছু পেতে হলে কষ্ট করতে হবে।