ময়মনসিংহে বাংলাদেশ ডিজিজ স্পেসিফিক একাউন্ট-২০১৫ (বাংলাদেশ রোগ সম্পর্কিত হিসাব-২০১৫) শীর্ষক এক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজের সম্মেলন কক্ষে কর্মশালার আয়োজন করা হয়।
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের স্বাস্থ্য অর্থনীতি ইউনিট কর্মশালাটির আয়োজন করে। ২০১৫ সালে করা বাংলাদেশ ডিজিজ স্পেসিফিক একাউন্ট সম্পর্কে সার্বিক বিষয়ে অবহিত করা হয় কর্মশালায়। এতে ন্যাশনাল হেলথ একাউন্টস সম্পর্কে ধারণা, বাংলাদেশ ডিজিজ স্পেসিফিক একাউন্টস (ডিএসএ) ও ডিএসএ শীর্ষক গবেষণার ফলাফল প্রচার নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের উপপরিচালক ফাতেমা জোহরা ও ডা. সুব্রত পাল।
অবহিতকরণ কর্মশালালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মো. শাহাদৎ হোসেন মাহমুদ। ময়মনসিংহ বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. শাহ্ আলমের সভাপতিত্বে কর্মশালায় আরো বক্তব্য রাখেন- ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. ফজলুল কবীর, ময়মনসিংহ জেলা প্রশাসক মো. মিজানুর রহমান, রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার নাসির উদ্দিন, সিভিল সার্জন ডা. এবিএম মশিউল আলম প্রমুখ।