গাজীপুরের কাপাসিয়া উপজেলার কড়িহাতা ইউনিয়নের ইকুরিয়া বাজার এলাকায় ৫ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বুধবার থানায় মামলা হয়েছে। ওই ছাত্রীর বাবা বাদী হয়ে ইকুরিয়া গ্রামের কালাচাঁনের ছেলে মোঃ সফিকুলের (২৫) বিরুদ্ধে মামলা করেছেন।
মামলা সূত্রে জানা যায়, ওই ছাত্রী গত ২৮ ডিসেম্বর সন্ধ্যায় স্থানীয় ইকুরিয়া বাজারে কসমেটিক্স কিনতে যায়। পরে সে তার এক বান্ধবীর বাড়ি বেড়াতে যাওয়ার পথে তার পূর্ব পরিচিত সফিকুল পিছন থেকে মুখ চেপে ধরে তাকে ইউনিয়ন কৃিষ অফিসের পরিত্যাক্ত একটি কক্ষে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। এ সময় ওই ছাত্রী জ্ঞান হারিয়ে ফেলে। পরে সে জ্ঞান ফিরে পেয়ে কৌশলে সেখান থেকে পালিয়ে বাড়িতে চলে আসে। সে বাড়ি ফিরে পরিবারের লোকজনের কাছে ঘটনা বললে তারা নানা মহলে এর বিচার চেয়ে অবশেষে তার বাবা গত মঙ্গলবার রাতে থানায় অভিযোগ করলে বুধবার সকালে মামলা হয়।
এ বিষয়ে কাপাসিয়া থানার ওসি মো.আলম চাঁদ জানান, ওই ছাত্রীকে পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আসামি সফিকুলকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।