ময়মনসিংহের গফরগাঁওয়ে দেড় শতাধিক অসহায় হতদরিদ্র ও প্রতিবন্ধী শিশুদের মাঝে শীতবস্ত্র কম্বল, মাস্ক ও সাবান বিতরণ করেছেন মুক্তপায়রা খেলাঘর আসর। শনিবার (২ জানুয়ারি) সকাল ১১টায় পৌরশহরের জেলা পরিষদ ডাকবাংলো মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র কম্বল বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন সূর্যসারথি খেলাঘর আসর ময়মনসিংহ বিভাগীয় সমন্বয়ক আতাউর রহমান মিন্টু, মুক্তপায়রা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক শেখ আবদুল আওয়াল, গফরগাঁও প্রেসক্লাবের সদস্য সাংবাদিক আজিম উদ্দিন মাষ্টার, অধ্যাপক আরশাদ আহমেদ আসাদ, নাজমুল হক বিপ্লব, শফিউল আলম মারুফ ও আজহারুল হক প্রমূখ।