বিজয় বাংলাদেশ সংগঠনের উদ্যোগে বিজয়ের ৪৯ বছরে আমাদের প্রত্যাশা ও প্রাপ্তি'' শীর্ষক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান /২০ গত মঙ্গলবার ঢাকায় পল্টনে ইকোনোমিক রিপোটার্স সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সম্মাননা প্রদান করেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু এমপি।
বিজয় বাংলাদেশ সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ আতাউল্লাহ সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে সচিব, দেশবরণ্য শিক্ষাবিদ, রাজনীতিবিদ, কবি সাহিত্যিক, সাংবাদিকসহ বিভিন্ন সেক্টরের প্রধানগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানে স্বীকৃতি স্বরূপ ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মাহমুদাবাদ বালিকা দাখিল মাদ্রাসার সুপার ও সাংবাদিক মাওলানা মোঃ এমদাদুল হককে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।