দিঘলিয়া উপজেলায় নববধূকে রাস্তা থেকে তুলে নিয়ে গণধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সেচ্ছাসেবী সামাজিক সংগঠন আলোর মিছিল -এর পক্ষ থেকে স্থানীয় পথেরবাজার চৌরাস্তার মোড়ে মানববন্ধন কর্অমসূচী অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকালে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন আলোর মিছিল -এর সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রাজিব, শেখ শামিমুল ইসলাম,সালাম কমান্ডার,সৈয়দ শাহজাহান, মামুন শেখ, বাবু মোল্লা,সজল কুমার বিশ্বাস, হেদায়েত শেখ রেদোয়ান আহমেদ,হামিম,মোজাফফর, রাসেল কবির, সুজন, মৌমি প্রমুখ।গত মঙ্গলবার জনৈক নববধূ শ্বশুর বাড়ি থেকে সেনহাটি কাটানিপাড়া পিতার বাড়ি আসার পথে হাজিগ্রামের মিজানুর রহমান ওরফে মির্জা মেম্বারের পুত্র ডালিমসহ ৩/৪ জন যুবক তাকে রাস্তা থেকে তুলে নির্জন স্থানে নিয়ে গিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। ঐদিন রাতে ধর্ষিতার মা দিঘলিয়া থানায় উপস্থিত হয়ে মামলা দায়ের করে। ঘটনার চার দিন পার হলেও পুলিশ ধর্ষকদের কাউকে গ্রেফতার করতে পারেনি।