আইডোত বাড়ি-টারী আন্দার হয়। ফির আলো জ¦ললে সোক কিছু চকচকা দেখা যায়। বিদ্যুৎ আসার পর এলা হামরা আলো জ¦ালবানছি। এলা হামরা সুইচ দিলেই গোটাল বাড়ি আলো হয়। এই জন্যে হামরা নেকাপড়া কইরবার পাইরবানছি। বাতি জ¬ার পর গোটা বাড়ি আলোকিত হইতেছে। দেখলেই মনে হয় এটা একটা আলোকিত বাংলাদেশ। এই ছিট মহলটা হলো একটা আলোকিত বাংলাদেশ। এটা বলার মত না। এভাবেই কথা গুলো বলে কুলাঘাট উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী জেমী।
লালমনিরহাটের সদর উপাজেলার কুলাঘাটে অবস্থিত ১৫১ নম্বর সাবেক ছিট ভীতরকুটি বাশঁপচাই এখন আর প্রায় ৬ বছর আগের এক অন্ধকারাচ্ছন্ন নাগরিকহীন, উন্নয়ন বঞ্চিত, সরকারী সকল সুযোগ সুবিধা বঞ্চিত সীট না। এখন ১১১টি ছিটমহলেই আলোয় আলোকিত। স্বাধীনতার এ ৬ বছরে প্রায় সব দিক দিয়েই উন্নয়ন ঘটেছে ছিটমহলগুলোতে। বিদ্যুৎ পাওয়ায় এখানকার মানুষ এখন মর্টার দিয়ে সেচ চালাচ্ছে, বিভিন্ন ফসল ফলাচ্ছে। টিভি ফ্রিজ, ম্যাজিক চুলা, রাইচ কুকার, রাইচ কুকার, কাড়ি কুকার দিয়ে রান্না করছেন মা বোনেরা। ছিলমহলগুলো যেন এখন আলোয় আলোকিত। সন্ধা হলেই ছোট ছোট দোকান পাটে বিদ্যুতের আলোতে মেতে উঠে খোস গল্পে। এখানকার মা বোনেরা যেন ষ্টার জলসা, জি বাংলায় মত্ত্ব সিরিয়াল দেখায় নিয়ে। সন্ধা হলেই বসে টিভিসেটের সামনে চলে দিদি নাম্বার ওয়ান, শনি, মোহর, শ্রীময়ী, তিতলী, খড় কুটোর মত সিলিয়ার দেখার জন্য। এখান মানুষগুলো আর পিছিয়ে নেই। ৬৮টি বছর অন্ধকারে ছিল। তারা এখন আর পিছিয়ে থাকতে চায় না। তারা এখন সামনের দিয়ে এগিয়ে যেতে চায়।
১৯৪৭ সালে দেশ ভাগের পর রেডক্লিফের মানচিত্র বিভাজন থেকেই উদ্ভব ছিটমহলের। এক দেশের ভূখন্ড থেকে যায় অন্য দেশের অংশে। এতে এক অসহনীয় এক মানবিক সমস্যার উদ্ভব হয়। ১৬২ টি ছিটমহল ছিল দুই প্রতিবেশী দেশে অন্তর্ভুক্ত হলেও এর মধ্যে ভারতের ১১১টি ছিটমহল ছিল বাংলাদেশের অভ্যান্তরে। আর বাংলাদেশের ৫১টি ছিটমহল ছিল ভারতের অভ্যন্তরে। এসব ছিটমহলে বসবাসকারী জনসংখ্যা ছিল প্রায় ৫১ হাজার। তাদের ছিল না কোন নাগরিক অধিকার। তারা এক অসহায়, দুর্বিসহ জীবন যাপন করত দীর্ঘ ৬৮টি বছর। সরকারি সকল সুযোগ সুবিধা থেকে সব সময় বঞ্চিত থাকত। ৬৮ বছর তারা পারেনি কোন বিচার সালিশের সুযোগ সুবিধা, পারেনি কোন ভোটাধিকার প্রয়োগের মত বৈধ নাগরিক অধিকার, রাস্তাঘাটের হয়নি উন্নয়ন, বিদ্যুতের আলো জ¦লেনি। এক ধরণের অন্ধকারেই থাকতে হয়েছে এসব সীট মহলের মানুষদের।
২০১১ সালের জনগণনা অনুযায়ী বাংলাদেশের অভ্যন্তরে ভারতের ছিটমহলে বসবাসরত লোকসংখ্যা ছিল ৩৭ হাজার এবং ভারতের অভ্যন্তরে বাংলাদেশের ছিটমহলের লোকসংখ্যা ছিল ১৪ হাজার। ২৪ হাজার ২৬৮ একর ভূমি নিয়ে দুই দেশের ছিটমহল ছিল। তার মধ্যে ভারতের জমির পরিমাণ ছিল ১৭ হাজার ১৫৮ একর। বাংলাদেশের ছিটমহলের জমির পরিমাণ ছিল ৭ হাজার ১১০ একর। ভারতীয় ছিটমহলগুলোর অধিকাংশই ছিল বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে। এসবের মধ্যে লালমনিরহাটে ৫৯ টি, পঞ্চগড়ে ৩৬ টি, কুড়িগ্রামে ১২ টি ও নীলফামারিতে ৪ টি ভারতীয় ছিটমহল ছিল। অপরদিকে বাংলাদেশের ৫১টি ছিটমহলের অবস্থান ছিল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে। এর মধ্যে ৪৭টি কুচবিহার ও ৪ টি জলপাইগুড়ি জেলায়।
কোচ রাজার জমিদারির কিছু অংশ রাজ্যের বাইরের বিভিন্ন থানা পঞ্চগড়, ডিমলা, দেবীগঞ্জ, পাটগ্রাম, হাতিবান্ধা, লালমনিরহাট, ফুলবাড়ী ও ভুরুঙ্গামারিতে অবস্থিত ছিল। ভারত ভাগের পর ওই আট থানা পূর্ব পাকিস্থানের অন্তর্ভুক্ত হয়। আর কুচবিহার একীভূত হয়ে পশ্চিমবঙ্গের সঙ্গে। ফলে ভারতের কিছু ভূখন্ড চলে আসে বাংলাদেশের কাছে। আর বাংলাদেশের কিছু ভূখন্ড চলে যায় ভারতের কাছে।
একটি স্বাধীন রাষ্ট্রের মূল ভূখন্ডের অভ্যন্তরে বিচ্ছিন্ন অবস্থায় অবস্থিত অন্য কোনো স্বাধীন রাষ্ট্রের অন্তর্ভুক্ত এলাকা। ২০১৫ সালের ০১ আগস্টের পূর্বে ভারতের অভ্যন্তরে বাংলাদেশের আর বাংলাদেশের অভ্যন্তরে ভারতের সর্বমোট ১৬২ টি ছিটমহল ছিল। ০১আগস্ট রাত ১২:০১ মিনিটে দুই দেশ ঐতিহাসিক মুজিব-ইন্দিরা চুক্তির আওতায় একে অন্যের অভ্যন্তরে থাকা নিজেদের ছিটমহলগুলো পরস্পরের সাথে বিনিময় করে। এ ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য ছিটমহল ছিল বাংলাদেশের কুড়িগ্রাম জেলায় ভারতের ছিটমহল দাশিয়ারছড়া সীটমহল। দাশিয়রছড়ার ভেতরেই আছে চন্দ্রখানা নামের বাংলাদেশের একটি ছিটমহল যেটি বাংলাদেশেই থেকে যায। এটিই পৃথিবীর একমাত্র ছিটমহল ছিল যার অভ্যন্তরে অন্য দেশের আরেকটি ছিল। এছাড়া, ভারতের একটি 'থার্ড-অর্ডার' ছিটমহল 'দাহালা খাগড়াবাড়ি বাংলাদেশ এর পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় অবস্থিত। এই ছিটমহলটি বাংলাদেশী গ্রাম 'উপানচৌকি ভজনী দ্বারা পরিবেষ্টিত যা আবার ভারতীয় ছিটমহল'বালাপাড়া খাগড়াবাড়ী গ্রাম দ্বারা বেষ্টিত। এ বিনিময় চুক্তি বাস্তবায়নের ফলে দীর্ঘ ৬৮ বছরের অবরুদ্ধ এবং নাগরিকত্বহীনতা থেকে মুক্তি পান এ ১৬২ টি ছিটমহলের অধিবাসীরা। মূলত এই ভূমিগুলোই হলো ছিটমহল আর এখানে থাকা বাসীন্দাদের বলা হতো ছিটের মানুষ। দেশভাগের পর বাংলা ও পাঞ্জাবের সীমারেখা টানার পরিকল্পনা করেন লর্ড মাউন্ট ব্যাটেন। এজন্য ১৯৪৭ সালে গঠন করেন সীমানা নির্ধারণ কমিশন। ব্রিটিশ আইনজীবী মি. সিরিল র্যাডক্লিফকে বসানো হয় কমিশনের মাথায়। তিনি এতই দ্রুততার সাথে কাজ সমাধা করলেন যে, সীমানা নির্ধারণে সময় নিলেন মাত্র দেড়মাস। তারপরই এ মানচিত্রের উদ্ভব হয় এবং এই সঙ্কট তৈরি হয় অখন্ড ভারত খন্ড করার সময়েই। তিনিই পাকিস্থান-ভারত সীমানা নির্ধারণ করেন। সেই সঙ্গে সৃষ্টি করেন এক অসহনীয় মানবিক সমস্যার।
কুলাঘাট বাশঁ পচাইয়ের সাবেক সীট মহলবাসী সমশের আলী (৬০)অনেক আনন্দ সাথে বলেন, হামরা আগত কিছু পাই ন্ইা এখন সীট বাংলাদেশ হয়া সউক কিছু পাছি। বিদ্যুৎ পাছি, আস্তাঘাট পাছি, স্কুল পাছি, টিউ কল পাছি, ল্যাট্রিন পাছি, মন্দির পাছি, মসজিদ পাছি। আগত একনা কিছ্ছু পাই নাই। হামরা এগলা অনেক সুবিদা পাছি। বিদ্যুৎ দিয়া আগুন টাগুন জ¦লবার নাগছি। বাড়ি টারী আন্দার হয়। আলো জ¦লে হামরা এগলায় পাবার লাগছি। হামরা ত এগলায় পাবার লাগছি। কারেন নগদ যায় নগদ আইসে। আসলে ফির বেশ সুন্দর আলো হয়। হামরা বিদ্যুৎ দিয়া আমন ধানও গারি, ওয়াও গারি, মাছও মারি, নদীত পানি দিয়ার নাগচি মর্টার দিয়া। মাছও খাই। এখন খুব ভাল পাই হামরা।
১৫১ নম্বর সাবেক সীট মহলের আরেক কৃষক মোঃ নুরুন্নবী জানান, সীট বাংলাদেশ হবার পরে আমরা অনেক ভাল সুযোগ সুবিধা পাইতেছি। রাস্তা পাকা হইছে, বিদ্যুৎ পাইতেছি, বিদ্যুৎ দিয়া আমাদের মোটামুটি ভাল সুযোগ সুবিধা পাইতেছি, স্কুল পাইছি। বিদ্যুৎ দিয়া মনে করেন টিভি চলে খবর দেখি, পানি দিয়া ধান লাগাইতেছি, ক্ষেতে খামারে মর্টার দিয়া পানি দিচ্ছি। বাড়ি আগে অন্ধকার ছিল এখন আলোকিত হয়েছে। ছেলেমেয়েদের লেখাপড়ায়া ভাল হইতেছে। বাংলাদেশ হওয়ার কারণে আমরা বাংলাদেশের নাগরিক হইছি। নাগরিক সুযোগ সুবিধা পাইতেছি।
জেমী কুলাঘাট উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী সাবেক সীট মহল যা বললেন, আমাদের এ জায়গায় সীট বাংলাদেশ হওয়ার পরে কারেন আসছে। কারনের জন্য লেখাপড়া করার সুবিধা হচ্ছে। বিধবা ভাতা হচ্ছে, বয়স্ক ভাতা হচ্ছে, প্রতিবন্ধী ভাতা হচ্ছে। যখন সীট বাংলাদেশ ছিল না তখন বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা ছিল না। যখন তেল কেনার জন্য টাকা ছিল না তখন আমরা পড়া পড়তে পারতাম না। সীট যখন বাংলাদেশ হইছে তখন মাননীয় প্রধানমন্ত্রী কারেন দিছেন তার কারণে সুবিধা হইছে। এখন আমরা লেখাপড়া করতে পারতেছি। ভুই চাষ করার জন্য মর্টার ব্যবহার করায় জমিতে এখন ফলনও ভাল হয়। সীট বাংলাদেশ হওয়ার কারণে মানুষ এখন গরীব নাই।
জেমীর মা সীট সম্পর্কে যা বললেন যখন সীট ছিল তখন আমরা খুব কষ্টে ছিলাম। রাস্তাঘাট ছিল না, বিদ্যুৎ ছিল না। এখন সীট বাংলাদেশ হয়া বিদ্যুৎ আসছে। বিদ্যুৎ হয়া আমাদের অনেক সুবিধা হয়েছে। যেমন আমার বাচ্চারা বাড়িতে লেখাপড়া করতে পারে নাই। কুপি দিয়া লেখাপড়া করছে। এখন বিদ্যুৎ আসিয়া আমার বাচ্চারা কারেন দিয়া লেখাপড়া করছে। লেখাপড়া করার জন্য অনেক সুবিধা হইছে। আবার আমরা জমিতে চাষ করতে পারি নাই। এখন কারেন হয়া আমরা মর্টার নিছি। মর্টার দিয়া জমিতে পানি দেই। এখন কারেন হয়া অনেক সুবিধা হইছে।
সাবেক ১৫১ নং বাশঁপচাই সীটমহলের আঃ হক বলেন, আমরা আগে বাংলাদেশে কোন কিছু পাই নাই। এখন বাংলাদেশের হাসিনা সরকার বাংলাদেশ করি নিয়া এখন আমরা অনেক কিছু পাচ্ছি। টিউকল অনেক কিছু পাছি। আগত কোন কিছু পাই নাই এখন আমরা কারেন পাছি, টিউকল পাছি, রাস্তাঘাট পাছি এখন অনেক অনুদান পাচ্ছি। আইডি কার্ড পাছি এখন আমরা ভোট দিতে পারব। আগে কোন রিলিপ সিলিপ পাই নাই এখন আমরা অনেক কিছু পাছি। বিদ্যুৎ সরকার দিছে। এখন বিদ্যুৎ দিয়া এখন আমরা বাতি জ¦লতেছে। ছাওয়া পোওয়ার ঘর লেখাপড়া করতেছে। এখন কারেন দিছে পানি নিয়া রোয়া গাড়ি। পানি দিতেছি পানি দিয়া রোওয়া গারতেছি। এখন আমরা অনেক কিছু পাইতেছি।
কুলাঘাট ইউনিয়নের ভীতরকুটি বাঁশপছাই সাবেক সীট মহলের আরেক বাসিন্দা জানান, আগেত আমরা কষ্টে জীবন যাপন করছিলাম। এখন ত আমাদের বিদ্যুৎ হইছে, রাস্তাঘাট হইছে, মন্দির হইছে, মসজিদ হইছে, স্কুল হইছে। আগত হামরা ন্যাম্পো জালে নেকাপড়া করছিলাম, হারিকেন জালেয়া। বিদ্যুৎ দিয়া এখন ত আমরা আলো জ¦ালাইতেছি। এখন হামরা সেইটা সুইচ দিলেই আলো হয় এবং নেকাপড়া করতে পারতেছি। পুরা বাড়ি আলোকিত হইতেছে। এটা একটা আলোকিত বাংলাদেশ। এ সীট মহলটা হল একটা আলোকিত বাংলাদেশ। এটা বলার মত না। আমরা সরকারের কাছে আরও চাই প্রাথমিক শিক্ষা চালু করুক। এখন রাস্তা পাকা হইছে। এ রাস্তা দিয়া আমরা লালমনিরহাট সদরে যাওয়া আসা করতে পারি সহজেই। আগে ত এক হাঁটু কাদা ছিল। যে কাজগুলা বাকি আছে সেই কাজগুলা যাতে দ্রুত গতিতে করে এটা সরকারের কাছে আবেদন জানাচ্ছি।
লালমনিরহাট আদর্শ ডিগ্রী কলেজের ছাত্রী জান্নাতুল জানান, আগে যখন আমাদের সীটমহল ছিল তখন আমরা ন্যাম্পো নাগেয়া লেখাপড়া করতাম। বিদ্যুৎ ছিল না। অনেক কষ্ট করে আমরা লেখাপড়া করছি। ত এখন বাংলাদেশ হওয়ার পর বিদ্যুৎ পাইছি, রাস্তাঘাট পাইছি। লেখাপড়ায় ভাল সুযোগ সুবিধা পাইতেছি। সরকার ভাল কিছু করতেছে। চাষাবাদ করতেছি মর্টারের সাহায্যে।
কুলাঘাট উচ্চবিদ্যালয়ের আরেক অষ্টম শ্রেণীতে পড়-য়া সাথি আক্তার বলেন, আগে কারেন ছিল ন্যাম্পোর আলোতে পরছিলাম এখন বাংলাদেশ হওয়ার পর বিদ্যুৎ দিয়ে পড়া পরতেছি।
সীট মহল বিনিময় কমিটির সভাপতি হারুন অর রশীদ জানালেন দীর্ঘ ৬৮ বছর এ সীট মহলটি অবরুদ্ধ ছিল। দীর্ঘ ৬৮ বছর কোন নাগরিক সুবিধা বঞ্চিত ছিল। নাগরিক সুবিধা না থাকার কারণে এ এলাকার বিশেষ করে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ক্ষেত্রে তথা বিভিন্ন ক্ষেত্রে এরা অবহেলিত অবস্থায় ছিল। ২০১৫ সালের ১ আগস্ট মাননীয় প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় আমাদের সীট মহল স্বাধীন হয়। তারপরেই আমাদের এ এলাকার ব্যাপক উন্নয়ন হয়েছে। ব্যপক উন্নয়ের মধ্যে রাস্তাঘাট উন্নয়ন। বিশেষ করে বিদ্যুৎ। বিদ্যুৎ না হলে হয়তবা এ এলাকার যতটুক ডেবলব হয়েছে ততটুকু দেখতেন না। কৃষি বেশি থাকায় আগে সেচ ব্যবস্থায় তেমন কোন উন্নয়ন হয়নি। বিদ্যুৎ আসায় সেচ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন হয়। নাগরিক সুবিধা ছিল না। এখন নাগরিক সুবিধা হওয়ায় বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃ দুগ্ধ ভাতা, কৃষিক্ষেত্রে এখানে সনাতন পদ্ধতিতে চাষাবাদ ছিল। কোন ইরি বা বোরো ধান চাষাবাদ ছিল না, কৃষিতে ট্রেনিং দিচ্ছে, পাওয়ার টিলার, উন্নত জাতের বীজ, ট্রেনিংসহ বিভিন্ন উন্নয়ন হয়েছে। দীর্ঘ ৬৮ বছরের যা উন্নয়ন হয়নি তা মূলত এ ৬ বছরে উন্নয়ন হয়েছে তা দেখার মত হয়েছে। এখানে একটি শহীদ মিনার হয়েছে, মন্দির হয়েছে, ১৩ লক্ষ টাকা ব্যয়ে একটি মসজিদ নির্মান হয়েছে। এখানে ৩/৪ হাজার লোকের বসবাস। এখানে স্কুল ছিল না কিন্তু জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড, মতিয়ার রহমানের মায়ের নামে একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করেন সেটি সরকারীকরণের প্রক্রিয়ায় আছে। যদি সরকারী হত তাহলে আরও ব্যাপক উন্নয়ন হত। ছোট ছোট বাচ্চারা এখানেই লেখা পড়া করতে পারত। দুরে যেতে হত না।