বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নবনির্বাচিত তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মীর মহিউদ্দীন চৌধুরীর সংবর্ধনা গতকাল বিকালে দোহাজারী পৌরসভা চত্তরে অনুষ্ঠিত হয়। সভা শুরুর আগে মঞ্চ দখল নিয়ে দুই গ্রুপের মধ্যে হাতাহাতি হয়। পরে দু’গ্রুপের মধ্যে সমঝোতা হলে পুনরায় সভা শুরু হয় । এ সময় বাদ্যযন্ত্র নিয়ে একটি গ্রুপ মঞ্চের মধ্যে ঢুকার চেষ্টা করলে অপর গ্রুপ এতে বাধা দেওয়ায় দু’গ্রুপের মধ্যে মারামারি ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে অনুষ্ঠান শুরু হয়।পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুল শুক্কুরের সভাপতিত্বে সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ১৪ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী,প্রধান বর্ক্তা ছিলেন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন এমপি ও সংবর্ধিত অতিথি মীর মো. মহিউদ্দীন। এতে বক্তব্য রাখেন যুবলীগ কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার সৈয়দ সাইদুল হক সুমন, যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোহাম্মদ বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক কাজী মো. মাজহারুল ইসলাম,দক্ষিণ জেলা যুবলীগ সভাপতি আ.ফ.ম টিপু সুলতান চৌধুরী, সাধারণ সম্পাদক অধ্যাপক পার্থ সারথি চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু আহমদ জুনু, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বশির উদ্দিন মুরাদ,সাংগঠনিক সম্পাদক বাবর আলী ইনু, আবদুল্লাহ আল নোমান বেগ ও নবাব আলী প্রমুখ।