বছরের প্রথম দিনে সকল শিক্ষার্থীদের মাঝে বই পৌঁছানো সম্ভব না হলেও মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মতে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে ক্লাসভিত্তিক বই বিতরণের কার্যক্রম শুরু হয়েছে। যশোরে এ বছর প্রাথমিক বিদ্যালয়ের জন্য ১৪ লাখ ১২ হাজার ৭৩৩ পিস চাহিদা রয়েছে। আর মাধ্যমিক পর্যায়ে ২৭ লাখ ৭৫ হাজার ১৪৬ পিস বইয়ের চাহিদা রয়েছে।
শুক্রবার (১ জানুয়াির) সকাল সাড়ে দশটায় যশোর জিলা স্কুলের চতুর্থ শ্রেণির বই দিয়ে উৎসবের সূচনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাম্মী ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা কর্মকর্তা এ এস এম আবদুল খালেকসহ স্কুলের শিক্ষক, কিছু শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা।
জেলা শিক্ষা কর্মকর্তা এএসএম আবদুল খালেক জানান, এ বছর করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে বই প্রদান করা হয়েছে। জেলার তিন লাখ ২০ হাজার শিক্ষার্থীর মধ্যে ৪০ লাখ ৬৪ হাজার নতুন বই বিতরণ করা হবে। আজ থেকে ১২ দিনের মধ্যে সব বই প্রদানের কার্যক্রম শেষ করা হবে।