রংপুরের পীরগাছা প্রেসক্লাবের কার্যকরী কমিটির মেয়াদ পূর্ণ হওয়ায় নতুন করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার বিকেলে প্রেসক্লাব কার্যালয়ে সাধারন সভা শেষে শাহ কামাল ফারুখ লাবু (ভোরের কাগজ- বায়ান্নর আলো)কে আহ্বায়ক এবং মোঃ তাজরুল ইসলাম (খোলা কাগজ)কে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটি অন্য সদস্যরা হচ্ছেন এম খোরশেদ আলম (করতোয়া-যুগের আলো), তোজাম্মেল হক মুন্সি (পরিবেশ), গোলাম আজম সরকার (নয়া দিগন্ত), কাজী শহিদুল ইসলাম (প্রথম খবর) ও আবদুস সাত্তার আজাদ (জনতা)। এর আগে পূর্বের কমিটি বিলুপ্ত করে বক্তব্য দেন এম খোরশেদ আলম, তোজাম্মেল হক মুন্সি, শাহ কামাল ফারুখ লাবু। আহ্বায়ক কমিটি আগামী তিন মাসের মধ্যে প¯্রক্লোবের গঠনতন্ত্র মোতাবেক নতুন সদস্য ও উপদেষ্টা সংগ্রহ করে একটি স্বচ্ছ কার্যকরি কমিটি গঠনের বিষয়ে আলোচনা করা হয়।