রংপুরে বছরের প্রথম দিনে স্বাস্থ্যবিধি মেনে বই উৎসব হয়েছে। শুক্রবার সকালে সীমিত পরিসারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার নতুন পাঠবই বিতরন করা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে। নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। করোনাক্রান্তিতেও বছরের প্রথম দিনে বিতরন করায় লেখাপড়ায় এগিয়ে যাবে শিক্ষার্থীরা বলেছেন শিক্ষা সংশ্লিষ্টরা।
শুক্রবার সকালে রংপুর নগরীর মুন্সিপাড়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন পাঠ্যবই বিতরণে প্রধান অতিথি হিসেবে যোগদেন রংপুরের জেলা প্রশাসক মোঃ অসিব আহসান। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোছা শাহনাজ বেগম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান সিদ্দিক।
জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, রংপুর জেলায় মোট ২হাজার ৩৬ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বেসরকারি বিদ্যালয়ের ৫ লাখ ২৮হাজার ৩৮০ জন শিক্ষার্থীর মধ্যে বিতরন করা হবে ২০ লাখ ৪৩ হাজার ৯৭৪ টিরও বেশি বই। এরমধ্যে প্রাক প্রাথমিক শিক্ষার্থী পাবে ৭৬ হাজার ২৪২ টি নতুন বই,প্রথম শ্রেনির শিক্ষার্থী পাবে ৩ লাখ ১ হাজার ৫৯০ টি নতুন বই, দ্বিতীয় শ্রেনির শিক্ষার্থী পাবে ২ লাখ ৮৬ হাজার ৪৭৬ টি, তৃতীয় শ্রেনির শিক্ষার্থী পাবে ৫ লাখ ১৮ হাজার ১৩০ টি, চতুর্থ শ্রেনির শিক্ষার্থী পাবে ৫লাখ ২০ হাজার ৩১০ টি এবং পঞ্চম শ্রেনির শিক্ষার্থী পাবে ৪ লাখ ৫৪ হাজার ২ টি নতুন বই। জেলায় প্রাথমিক বিদ্যালয় গুলোতে চাহিদা মোতাবেক সব পাঠ্যবই পৌছে গেছে বলে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান। এ ছাড়া রংপুর সরকারি বালিকা বিদ্যালয়, জিলা স্কুল,রংপুর হাই স্কুল সহ রংপুরের অন্যান্য বিদ্যালয়েও নতুন পাঠ্যবই বিতরণ শুরু হয়েছে স্বাস্থ্য বিধি মেনে।
এদিকে রংপুর জেলায় এ বছর মাধ্যমিক পর্যায়ে ৩৫ লাখ ৩৬ হাজার ৯৫৪টি, প্রাথমিক পর্যায়ে ২০ লাখ ৪৩ হাজার ৯৭৪টি, দাখিল পর্যায়ে ৮ লাখ ৪ হাজার ৯৫৬টি, এবতেদায়ীতে ৪ লাখ ৮৭ হাজার ৭০৪টি, ভোকেশনালে ৯৬ হাজার ৬১৬টি, দাখিল ভোকেশনালে ৪ হাজার ২৪৫টি, কারিগরি ট্রেডে ৩৬ হাজার ৩৬৫টি এবং ইংরেজি ভার্শনে ২ হাজার ২০৫টি বই বিতরণ করা হবে। জেলার ৮টি উপজেলার সরকারি-বেসরকারি মাধ্যামিক, প্রাথমিক, কারিগরি বিদ্যালয় ও মাদ্রাসায় এ বই বিতরণ কার্যক্রম পরিচালিত হবে।