যশোরের অভয়নগর উপজেলায় ১৭২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণির ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে। শুক্রবার (১জানুয়ারি) সকালে উপজেলার আমডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে বই বিতরণ করা হয়। বিদ্যালয়ের কার্য নির্বাহী সংসদের সভাপতি মহাদেব রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হুসেইন খাঁন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মাসুদ করিম, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা ফারুক হোসেন সাগর, ওয়ার্ড কাউন্সিলর আবদুল গফ্ফার বিশ্বাস ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাসুদেব কুমার গাইন। বই বিতরণ শেষে উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মাসুদ করিম জানান, সরকারি নির্দেশে বছরের প্রথম দিনেই ঘরোয়া আকারে স্বাস্থ্যবিধি মেনে উপজেলার ১৭২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের মাঝে একযোগে বিনামূল্যে বই তুলে দেয়া হয়।