যশোরের অভয়নগর উপজেলার ভবদহ ফাউন্ডেশনের উদ্যেগে অসহায় বয়স্ক শীতার্তদের মাঝে চাদর, মোজাসহ অন্যান্য শীতবস্ত্র বিতরণ ও সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার ভবদহ মহাবিদ্যালয় অডিটরিয়ামে শীতবস্ত্র বিতরণীও সভা অনুষ্ঠিত হয়। আমেরিকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভার কার্যক্রম উদ্বোধন করেন, ভবদহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শ্রী শুভেন্দু কুমার রায়। সভায় সভাপতিত্ব করেন প্রনব কুমার রায় পরিচালক ভিডা। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পায়রা ইউনিয়ন চেয়ারম্যান বিষ্ণু পদ রায়, উপজেলা সমাজ সেবা অধিদপ্তর কর্মকর্তা নির্মল কান্তি কর্মকার, মিলন কুমার হালদার, সাইফুল আলম, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের প্রফেসর ফারুক রেজা সংবাদিক মল্লিক খলিলুর রহমান, প্রদীপ কুমার মূখার্জী প্রমুখ। বিতরনী সভার কর্যক্রম পরিচালনা করেন জামিরা কলেজের প্রভাষক সমীর কুমার বিশ^াস। সভা শেষে নব্বই জন বয়স্ক শীতার্তদের মাঝে চাদর, মোজাসহ অন্যান্য শীতবস্ত্র বিতরণ এবং উপস্থিত সকলের জন্য মধ্যাহ্ন ভোজের ব্যবস্থা করা হয়।