মানব সেবার ব্রত নিয়ে রাজবাড়ীতে আধুনিক মানের চিকিৎসা যন্ত্রপাতি ও বিশেষজ্ঞ ডাক্তারদের নিয়ে বেসরকারী লাইভ কেয়ার নামের একটি হাসপাতালের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে রাজবাড়ী শহরের বড়পুল সজ্জনকান্দা এলাকায় অবস্থিত এ হাসপাতালের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
এতে লাইভ কেয়ার হাসপাতালের পরিচালক আমিনউদ্দিন মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার এমএম হান্নান, রাজবাড়ী সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর দীলিপ কুমার, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা বাচ্চু, এ্যাড. এটিএম গোলাম মোস্তফা প্রমূখ।
স্বাগত বক্তব্য রাখেন, অগ্রনী ব্যাংক কেন্দ্রীয় কমিটির সিবিএ নেতা নজরুল ইসলাম।
জানাগেছে, হাসপাতাল কর্তৃপক্ষ প্রতিদিনের রোগীর ওপর ৫ শতাংশ, বীর মুক্তিযোদ্ধা চিকিৎসার ৫০ শতাংশসহ রোগীদের চিকিৎসায় ছাড়ের ব্যবস্থা রেখেছেন এবং উদ্বোধন উপলক্ষে আজ সব ধরনের রোগীদের ফ্রী চিকিৎসা ও টেস্টের ওপর ৫০ শতাংশ ছাড় দিচ্ছেন। এ ছাড়া আমাগী এক দেড় বছরের মধ্যে হাসপাতালটি ৮ তলায় উন্নিতসহ রোগীদের সকল ধরনের সুযোগ-সুবিধার ব্যবস্থা করবেন।
বক্তারা বলেন, রাজবাড়ীতে উন্নতমানের চিকিৎসার ব্যবস্থা নাই। সামন্য জটিল কোন রোগী হাসপাতালে আসলে তাদের ফরিদপুর, কুষ্টিয়া বা ঢাকায় পাঠাতে হয়। আজ লাইভ কেয়ার হাসপাতালের উদ্বোধন হচ্ছে। হাসপাতালটি আধুনকি যন্ত্রপাতি ও বিশেষজ্ঞ ডাক্তারদের মাধ্যমে রোগীদের চিকিৎসা সেবা দেবেন। আশা করছেন এ হাসপাতালটিতে সেবার মান বজায় রেখে যথাযথ চিকিৎসা দিয়ে অসহায় জনগণের পাশে দাঁড়াবে এবং এখন থেকে রাজবাড়ীর জনগণের চিকিৎসার জন্য আর ফরিদপুর, কুষ্টিয়া বা ঢাকায় যেতে হবে না বলে আশা করছেন। হাসপাতালের সাফল্য কামনা করেন বক্তারা।
এ সময় প্রধান অতিথি কাজী কেরামত আলী হাসপাতালে বলেন, শুধুমাত্র ব্যবসার চিন্তা করলে চলবে না। সেবার মানও ভাল করতে হবে। রাজবাড়ীতে সিটিস্ক্যান, কিডনি ডায়ালোসিসসহ বিভিন্ন জটিল রোগীর পরীক্ষার ব্যাবস্থা নাই। দ্রুত এসব পরীক্ষার যন্ত্রপাতি আনার আহব্বান জানান। তবে রোগীদের জিম্মি করে টাকা আদায় করা যাবে না। রোগীর অবস্থা বুঝে টাকা দিতে অনুরোধ জানান ক্লিনিক কর্তৃপক্ষ।