মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিন ব্যাপী উপজেলার বালুরচর ইউনিয়নের মোল্লাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বালুর মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ৫ শতাধিক নারী-পুরুষ ও শিশুদের রক্তের গ্রুপ নির্ণয়, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসসহ প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মহিউদ্দিন আহমেদ। এ সময় অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও বালুরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ আবু বকর সিদ্দিক।
স্বেচ্ছায় রক্তদান সামাজিক সচেতনা সৃষ্টিতে নতুন বর্ষে এ কর্মসূচির আয়োজন করে ঐকতান যুব ফাউন্ডেশন। বিক্রমপুর রক্তদান সংস্থার সহযোগিতায় বিনামূল্যে এ চিকিৎসা সেবা দু'জন চিকিৎসক ও একঝাক তরুন স্বেচ্ছাসেবক দল দিনব্যাপী সহযোগিতা করে।
সংগঠনের সভাপতি মো. রাজিব মোল্লার সভাপতিত্বে ও সহ-সভাপতি মো. নাছির উদ্দিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক নাজমুল মোল্লা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা উপপরিদর্শক (সেকেন্ড অফিসার) মো. সেকান্দর আলী, বালুচর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলেকচান মুন্সী, সহ সভাপতি নাছির মোম্বার, আওয়ামী লীগ নেতা আমজাদ সরকার, জেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক তাজুল ইসলাম পিন্টু, থানা যুবলীগ নেতা আরিফ রশীদসহ আরো অনেকে।