সরাইলের দেওড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মোহাম্মদ মাহবুব খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ সভায় প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম খোকন। শিক্ষক শেখ মো. ইউনুছুল হকের সঞ্চালনায় স্বল্প পরিসরে অনুষ্ঠিত ওই সভায় বক্তব্য রাখেন- প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. আইয়ুবুর রহমান, শিক্ষক মো. আক্তার হোসেন, সমাজ সেবক ও আ.লীগ নেতা মো. রূহুল আমীন। পরে বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন প্রধান অতিথি। বছরের প্রথম দিন বিনামূল্যে নতুন বই হাতে পেয়ে খুবই খুশি হয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। তারা প্রধানমন্ত্রীর এ পদক্ষেপকে যুগান্তকারী উল্লেখ করে বলেন, এটা দেশের শিক্ষাকে এগিয়ে নেয়ার গুরূত্বপূর্ণ কাজ। আমরা সরকারের জন্য দোয়া করি।