সরাইল বিশ্বরোড মোড় হাইওয়ে থানার এক পুলিশ সদস্যকে অটোরিকশা চুরির ঘটনায় প্রত্যাহার করা হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে তাঁকে প্রত্যাহার করে সিলেটে পাঠানো হয়েছে।
পুলিশ ও প্রত্যদর্শী লোকজন জানায়, বিশ্বরোড মোড় হাইওয়ে থানার পুলিশ মহাসড়কের বিজয়নগর উপজেলা থেকে বুধবার দুপুরে ব্যাটারিচালিত একটি অটোরিকশা জব্দ করে। অটোরিকশাটির চালক বিজয়নগর উপজেলার বারঘুরিয়া গ্রামের নূর হোসেন (২৮)। রাত ১০ টার দিকে নূর হোসেন দুইজনকে সঙ্গে নিয়ে পুলিশের জিম্মায় থাকা অটোরিকশাটি চুরি করে নিয়ে যায়। ওই সময় দায়িত্বে ছিলেন হাইওয়ে থানার কনস্টেবল রহিম বাদশা। পরে রহিম বাদশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানান, ৫/৬ জনের একদল ছিনতাইকারী তাকে মারধর করে অটোরিকশাটি ছিনিয়ে নিয়েছেন। রাতে অভিযান চালিয়ে পুলিশ অটোরিকশাটি উদ্ধার করে। সরাইল বিশ্বরোড মোড় হাইওয়ে থানার ওসি মাহবুবুর রহমান বলেন,‘ অটোরিকশাটি পুলিশের জিম্মা থেকে চুরি হয়েছিল। কর্তব্যে অবহেলার অভিযোগে রহিম বাদশাকে প্রত্যাহার করা হয়েছে। নূর ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।