চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বিভিন্ন এলাকার লোকালয়ে ব্য্ােঙর ছাতার মত গড়ে উঠেছে অনেক ইটভাটা।এসব ইটভাটায় পাহাড় উজাড় করে পোড়ানো হচ্ছে কাঠ। সরকারি বিধি নিষেধ অমান্য এবং প্রশাসনের ছাড়পত্র ছাড়া অবৈধভাবে গড়ে উঠা এসব ইট ভাটার কারণে বিনষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। বনভূমির পাহাড় ও ফসলি জমির মাটি পুড়ে তৈরী করা হচ্ছে ইট। জ¦লানি হিসাবে ইটভাটায় জোগান দেওয়া হচ্ছে পাহাড়ী গাছ। এক শ্রেনীর অবৈধ কাঠ ব্যবসায়ী বনবিভাগের কর্মকর্তাদের যোগসাজসে এসব কাঠ ইটভাটা গুলোতে সরবরাহ করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। বিভিন্ন ভাটায় মজুদ রাখা হয়েছে বিপুল পরিমানে পাহাড় কিংবা ফসলি জমির মাটি এবং কাঠ।
সরেজমিনে গিয়ে দেখা যায় উপজেলার কাঞ্চননগর ,লট এলাহাবাদ, ছৈয়দাবাদ, হাসিমপুর কসাইপাড়া, মাইগাথা ,সাতবাড়িয়া ও পাহাড়ের পাদদেশে অবৈধভাবে গড়ে উঠেছে ৩৪ টি ইটভাটা। এসব ইটভাটা থেকে নির্গত কালো ধোঁয়ায় এলাকার পরিবেশ বিষাক্ত হয়ে উঠলেও সংশ্লিষ্ট বিভাগের কোন নজরদারী নেই। গ্রামবাসীর অভিযোগ দুর্নীতিপরায়ন ব্যক্তির হাতে ম্যানেজ হওয়ার কারণে অবৈধ ইটভাটা বন্ধ হচ্ছে না। ফলে পরিবেশ অধিদপ্তর,জেলা প্রশাসন,বিএসটিআইসহ বিভিন্ন দপ্তরের ছাড়পত্র ছাড়াই গড়ে উঠেছে ইটভাটা।
এব্যাপারে চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক জমির উদ্দিনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অবৈধভাবে গড়ে উঠা ইটভাটার কথা স্বীকার করে বলেন শুধুমাত্র গুটি কয়েকটি ইটভাটার ছাড়পত্র রয়েছে। অধিকাংশ্ ইটভাটা বেআইনী ভাবে গড়ে উঠেছে। তা যাচাই করে দেখা হচ্ছে।
চন্দনাইশ সহকারি কমিশনার (ভূমি)নিবেদিতা চাকমা জানান চন্দনাইশে লোকালয়ে যে সব ইটভাটা রয়েছে তা শিগগির প্রশাসনের পক্ষ থেকে খতিয়ে দেখা হবে।