আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সদও ইউনিয়ন পরিষদের চরসোনারামপুরে মায়ের দোয়া চর-পালকি নামে আধুনিক মানের একটি কপি শপের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন আশুগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ হানিফ মুন্সি।এসময় তার সাথে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম পারভেজ,মহিলা ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা,প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক,আশুগঞ্জ টেলিভিশন জানালিষ্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আক্তারুজ্জামান রঞ্জন,প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আল মামুন,তারুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং তারুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ বাদল সাদির,চরচারতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম প্রমুখ। প্রধান অতিথি আশুগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ হানিফ মুন্সি বলেন,চরে এইধরনের একটি আধুনিক মানের কফিশপ প্রয়োজন ছিল।তিনি উদ্যোক্তাদের ধন্যবাদ জানান এবং খাবারের মান ঠিক রেখে ব্যবসা পরিচালনা করা আহবান জানান।