ঝিনাইদহ শহরের ওয়াজির আলী স্কুল এ- কলেজে শিক্ষার্থীদের নিরাপদ পানি ও স্বাস্থ্য সম্মত স্যানিটেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে ঝিনাইদহের জেলা প্রশাসক সরোজ কুমার নাথ এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ, ওয়াজির আলী স্কুল এ- কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান, ব্রাকের জেলা সমন্বয়ক রোকেয়া বেগম, ব্রাক ওয়াশ কর্মসূচীর জেলা ব্যবস্থাপক রমেশচন্দ্র বর্মন, আঞ্চলিক ব্যবস্থাপক আশরাফুল আলম উপজেলা ব্যবস্থাপক হাফিজুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এসময় আয়োজকরা জানান, ব্রাক ওয়াশ কর্মসূচীর আওতায় ওয়াজির আলী স্কুল এ- কলেজে শিক্ষার্থীদের জন্য গভীর নলকূপ স্থাপন করে ট্যাংক স্থাপন করা হয়েছে। যার মাধ্যমে নিরাপদ পানি শিক্ষার্থীরা খেতে ও ব্যবহার করতে পারবে। এছাড়াও ছাত্রী ও প্রতিবন্ধীদের জন্য ৩ কষ্ট বিশিষ্ট একটি ল্যাট্টিন নির্মাণ করা হয়েছে। যা ব্যবহার করার জন্য শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।