রংপুর র্যাব-১৩ চলতি বছরে ৭৭২টি সফল অভিযান পরিচালনা সাড়ে ৬’শ বেশি অপরাধীকে গ্রেফতার করেছে। অভিযানে বিপুল পরিমান মাদক, অস্ত্র, জঙ্গি, মাদক ব্যবসায়ী,প্রতারকসহ বিভিন্ন অপরাধীকে গ্রেফতার করেছে।
র্যাব-১৩ সূত্রে জানাগেছে, চলতি বছরের জানুয়ারি থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে তারা ৬৫৭ জন অপরাধীকে গ্রেফতার করেছে। এর মধ্যে ২৫ জন জঙ্গি, ৩ জন অস্ত্রধারি সন্ত্রাসী, ৫১৭ জন মাদক ব্যবসায়ী, ১০ জন প্রতারক, এজাহারভুক্ত আসামি ৭২ জন, অপহরণকারি ৫ জন, চাঞ্চল্যকর হত্যাকারি ১ জন, ধর্ষক ৩ জন, অন্যান্য ১৬ জনকে গ্রেফতার করেন। এ ছাড়া সরকারি কর্মচারিদের ওপর হামলার অভিযোগে ৫ জনকে গ্রেফতার করা হয়। এ সময় বিদেশি পিস্তল ২টি, ওয়ান শুটারগান ৪টি ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ২ জন ভিকটিমকেও উদ্ধার করে র্যাব।
এছাড়া ৪৪ হাজার ৩৪৩ পিস ইয়াবা,১৭ হাজার ৮০২ বোতল ফেন্সিডিল, ১ হাজার ৩২২ কেজি গাঁজা, ৪৪ গ্রাম হেরোইন, ৩০৬ লিটার দেশি মদ, ১৯ বোতল দেশি মদ, নেশা জাতীয় ইনঞ্জেকশন ১ হাজার ১৪১ পিস, নেশা জাতীয় ট্যাবলেট ৪ হাজার ১৭১ পিস উদ্ধার করে।
একবছরে ১৯২টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৭৭ লাখ ৬২ হাজার ২৩৫ টাকা এবং ১ জনকে জেল হাজতে পাঠানো হয়। এ ছাড়া বেশকিছু স্বর্ণ, ট্রাক, কার,মোটর সাইকেল, জিহাদী বই, লিফলেট, মোবাইল ফোন, সীমকার্ড, নগদ টাকা, মেমোরিকার্ড, চাপাতি, হাসুয়া, টাইলস, যৌন উত্তেজক ওষুধ, ভ্ট্টুা উদ্ধার করা হয়।
র্যাব-১৩ এর অধিনায়ক রেজা আহমেদ ফেরদৌস (এস) বিএন জানান, র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে অপরাধ দমনে তৎপর রয়েছে। জঙ্গি, মাদকসহ অন্যান্য অপরাধ দমনে র্যাব সদস্যরা আরো উল্লেখযোগ্য ভুমিকা পালন করবে বলে তিনি জানান।