রংপুরে নিম্ন আয়ের প্রান্তিক ও ছিন্নমূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে প্রেসক্লাব। শীতবস্ত্র পেয়ে উচ্ছ্বসিত হতে দেখা যায় এসব মানুষদের।বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) দুপুরে প্রেসক্লাব ভবনে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- প্রেসক্লাব সভাপতি রশীদ বাবু, সহ-সভাপতি আবু তালেব, মোনাব্বর হোসেন মনা, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সরকার রফিক, যুগ্ম সাধারণ সম্পাদক মানিক সরকার, কোষাধ্যক্ষ আবদুর রউফ সরকার, ক্রীড়া সম্পাদক সাজ্জাদ হোসেন বাপ্পী, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক রেজাউল ইসলাম বাবু, দপ্তর ও যোগাযোগ সম্পাদক সিদ্দিকুর রহমান, কার্যকরী সদস্য জয়নাল আবেদীন, জাভেদ ইকবাল, জাকির হোসেন, খন্দকার মোস্তফা সরওয়ার, সাবেক কোষাধ্যক্ষ সুশান্ত ভৌমিক, সদস্য হাসান গোর্কি প্রমুখ।
নগরীর বিভিন্ন এলাকা থেকে আসা নানান বয়সী অসহায়, দুস্থ, বিধবা, পত্রিকা হকার, প্রান্তিক ও ছিন্নমূল মানুষের হাতে মধ্যে একটি কম্বল তুলে দেন প্রেসক্লাব নেতৃবৃন্দ। এসব কম্বল রংপুর জেলা প্রশাসনের সহায়তায় পেয়েছে প্রেসক্লাব কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে রংপুর প্রেসক্লাব সভাপতি রশীদ বাবু বলেন, পৌষের মাঝামাঝিতে জেঁকে বসেছে শীত। নিম্ন আয়েরসহ প্রান্তিক ও ছিন্নমূল মানুষের বেড়েছে কষ্ট। শীত নিবারণে কোনো উপায় না পেয়ে অনেকেই খড়কুটো জ্বালিয়ে চেষ্টা করছে উষ্ণতা পেতে। এমন অসহায়, দুস্থ ও হতদরিদ্র মানুষদেরকে জেলা প্রশাসনের সহায়তায় কম্বল দেয়া হয়েছে।