বাংলাদেশে জাতীয়তাবাদী কৃষকদলের ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত। বুধবার (৩০ ডিসেম্বর) বিকেলে নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ বিএনপি কার্যালয়ে মহানগর কৃষক দলের আয়োজনে মহানগর কৃষক দলের আয়োজনে আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত।
মহানগর কৃষক দলের আহ্বায়ক শাহ নেওয়াজ লাবুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর মহনগর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু, কৃষকদল কেন্দ্রীয় কমিটির সদস্য আলহাজ¦ আবু তাহের, কাজী মোঃ খয়রাত হেসেন প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন, মহানগর কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফিরোজ রহমান পিন্টু, যুগ্ম আহ্বায়ক আলহাজ¦ মোবারক আলী, হামিদুল ইসলাম, মাহামুদুল হাসান হাসান, দিল মেরাজ্লু দুলু, ইকবাল ইমাম শাহিন, রবিউল ইসলাম মাষ্টারসহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।
এসময় বক্তরা বলেন, বাংলাদেেশ ৩০শে ডসিম্বের ২৯ ডসিম্বের রাতইে সমাপ্ত করছেনে নর্বিাচন কমশিন। যে পক্রষ্টিয়ায় যে ইতহিাস সৃষ্টি করছেনে বশ্বিওে বুকে রোল হসিেেব তুলে ধরছেনে। একই ধারাবাহকিতায় প্রতিিট উপ-নর্বিাচন এবং প্রতিিট স্থানীয় সরকার নর্বিাচন একই ধারবাহকিতায় হয়েেছ। স্বাধীনতা ভাবে কোন মানুষ ঘুড়ে বেড়াতে পারছে না। নিরাপত্তহীনতায় ভুগছে সাধারণ জনগণ। কোন মানুষ সুষ্ঠ বিচার পায় না। আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মোনাজাত করা হয়।