গাজীপুরের শ্রীপুরে তুলা উন্নয়ন ও গবেষণা কেন্দ্রের নানা অনিয়ম ও দূর্নীতির সংবাদ সংগ্রহের সময় ইনডিপেনডেন্ট টেলিভিশন ও দৈনিক আমাদের সময় পত্রিকার জেলা প্রতিনিধি আবুল হাসান ও গাজী টেলিভিশনের জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুনকে অবরুদ্ধ করে রাখার ঘটনায় দায়ীদের বিচার দাবিতে মানববন্ধন পালিত হয়েছে।
বুধবার দুপুরে কালীগঞ্জ টেলিভিশন সাংবাদিক ক্লাবের উদ্যোগে উপজেলা চত্ত্বরে কালীগঞ্জ টেলিভিশন সাংবাদিক ক্লাবের সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক খোরশেদ আলম খান এর সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, কালীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আল আমিন দেওয়ান, সহ-সাধারণ সম্পাদক মো. আশরাফুল হক শিশির, দৈনিক যুগান্তর প্রতিনিধি আবদুল গাফফার, দৈনিক মানব কন্ঠ প্রতিনিধি ওমর আলী মোল্লা, দৈনিক ডেল্টা টাইমস্ প্রতিনিধি তৈয়বুর রহমান, দৈনিক মানব জমিন প্রতিনিধি আবদুর রহমান, নিউজ ১৬ প্রতিনিধি লোকমান হোসেন পনির, দেশ টিভি' প্রতিনিধি মোক্তাদির হোসেন।
এ সময় একাত্বতা প্রকাশ করেন উপজেলার সাবেক মুক্তিযুদ্ধা কমান্ডার মো. মোস্তফা মিয়া, কালীগঞ্জ দলিল লেখক সমিতির সভাপতি নিজাম উদ্দিন, কালীগঞ্জ শ্রমিক কলেজের সাবেক ভিপি আবুল হাছনাত চৌধুরী টুটুল, উপজেলা শ্রমিক লীগের দপ্তর সম্পাদক নুরুজ্জামান।
উল্লেখ্য, গত মঙ্গলবার সকালে শ্রীপুর তুলা উন্নয়ন ও গবেষণা কেন্দ্রে রুনা পারভিন নামের উচ্চমান সহকারি এর নানা অনিয়ম ও অবৈধ কর্মকাণ্ড সম্পর্কে জানতে ওই কার্যালয়ে যান ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি আবুল হাসান ও জিটিভির জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন। এ সময় ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি সেখানকার ঊর্ধ্বতন কর্মকর্তা গাজী ফরহাদ হোসেনকে তার বক্তব্য দেয়ার অনুরোধ করেন এবং তার অফিসের অনার বোর্ডের ছবি নেন। এতে ওই কর্মকর্তা ক্ষিপ্ত হয়ে সাংবাদিকদের নানা অকথ্য ভাষা ব্যবহার করে বের হয়ে যেতে বলেন। ওই দুই সাংবাদিক কক্ষের ভেতর থেকে বাইরে বের হয়ে গেলে ‘অনুমতি ছাড়া ছবি নেয়া হয়েছে কেন’ এমন প্রশ্ন তুলে ফের তাদের পেছনে তেড়ে আসেন ফরহাদ হোসেন। এ সময় তার লোকজন ও ৪র্থ শ্রেণীর কর্মচারীরা দুই সাংবাদিককে টেনে হিচড়ে কার্যালয়ের ভেতরে নিয়ে যান এবং তাদের দুই ঘন্টা অবরুদ্ধ করে রাখেন।