ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাঁচবাগ ইসলামিয়া উচ্চবিদ্যালয়ের দুইজন শিক্ষকের বিদায় সংবর্ধনা বুধবার (৩০ ডিসেম্বর) দুপুরে স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে।
স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোঃ হাফিজুল হক ফেরদৌস।
স্কুল শিক্ষক সারোয়ার মুর্শেদ মাসুদের উপস্থাপনায় বক্তব্য রাখেন বিদায়ী সহকারি প্রধান শিক্ষক মোঃ নূরুল আমীন ও সিনিয়র শিক্ষক একেএম ফজলুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ফজলুল হক বাহার, আলতাফ গোলন্দাজ ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মাহবুবুল আলম বাহার, মনিপুর স্কুল এ- কলেজের সহকারি প্রধান শিক্ষক আখলাক আহমেদ, প্রভাষক দেলোয়ার হোসেন মুকুল, প্রভাষক ফেরদৌস আহমেদ খান, প্রভাষক মোস্তাফিজুর রহমান ইমরান, শিক্ষক এটিএম আলমগীর খসরু, হারুন অর রশিদ, সমাজসেবক সারোয়ার জাহান ফরহাদ, কৃষকলীগ নেতা আঞ্জুমানে সারোয়ার, প্রাক্তণ শিক্ষার্থী আনিছুর আশেকীন, জাহাঙ্গীর আলম সেলিম, শিক্ষার্থী আফরোজা সুলতানা সামিয়া, তানজিলা আক্তার, আজমিন রিফাত প্রমূখ। অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন শিক্ষক উছমান গনি ও প্রাক্তণ শিক্ষার্থী আবদুল হাই খান পাঠান। পরে শিক্ষক-শিক্ষার্থী ও প্রাক্তণ শিক্ষাথীদের পক্ষ থেকে দুই বিদায়ী শিক্ষককে সম্মাননা ক্রেস্টসহ বিভিন্ন উপহারসামগ্রী প্রদান করা হয়। শেষে দোয়া অনুষ্ঠিত হয়।