রংপুরে ৪ বছরের শিশু মাইশা আক্তারকে হত্যার অভিযোগে পিবিআই পুলিশ এক যুবককে গ্রেফতার করেছে। বুধবার সকালে নগরীর কেরানী পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের বড়বাড়ি সরকারপাড়া এলাকায় বাড়ির পাশে একটি ডোবা থেকে ওই শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। শিশুটি একদিন আগে নিখোঁজ হয়েছিল। এ ঘটনায় শিশুটির বাবা মনোয়ার হোসেন মেট্রোপলিটন কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন।
পিবিআই পুলিশ সুপার জাকির হোসেন জানান, শিশুটির পিতা মামলা করার পর বিষয়টি নিয়ে আমরা তদন্ত শুরু করি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটিকে হত্যার পর ডোবায় ফেলে দেয়া হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বুধবার সকালে কেরানী পাড়া থেকে শহিদুল ইসলাম ছুট্টু নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। পরে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।
পুলিশের একটি সূত্র জানায় গ্রেফতারকৃত যুবক পটেটো চিপস দেয়ার কথা বলে শিশুকে ডেকে নিয়ে যায়। এরপর শিশুটির খোঁজ পাওযা যাচ্ছিলনা। ধারনা করা হচ্ছে পূর্বের কোন জের ধরে হত্যার পর শিশুটিকে ডোবায় ফেলে দেয়া হয়।
মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি আবদুর রশিদ জানান, শিশুটির বাবা অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন। শিশু হত্যার সাথে জড়িত যুবককে পিবিআই গ্রেফতার করেছে এ বিষয়ে তারা এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি বলে তিনি জানান।