মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলায় অষ্টম শ্রেণীর এক শিক্ষার্থীকে অপহরণ করে পাঁচদিন ধর্ষণের পর বিযয়ের মিথ্যা প্রস্তাবে ষষ্ঠ দিনের ভোরে এলাকায় পৌঁছে দেয়ার অভিযোগ ধর্ষণকারী শাহজালালের বিরুদ্ধে। গজারিয়া উপজেলার নাগেরচর গ্রামের নাসির উদ্দিনের ছেলে মোঃ শাহজালালের বিরুদ্ধে এই অভিযোগ করেছেন একই গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে মোহাম্মদ মুকবুল হোসেন।
মুকবুল হোসেন জানান তার নাতিন গজারিয়া পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। স্কুলের যাওয়া-আসার পথে একই গ্রামের নাসির উদ্দিনের ছেলে শাহজালাল নাতিনকে প্রায়ই উত্ত্যক্ত করতো। বিষয়টি ধর্ষণকারী শাহজালালের বাবা নাছির উদ্দিন ও মা খোরশেদা বেগমকে বারবার জানালেও কোনো ফল হয়নি। গত ১৫ ই ডিসেম্বর দুপুরে নাতনি বাড়ী থেকে বের হলে নাগেরচর ব্রিজের কাছাকাছি পৌঁছালে শাহজালাল সহ তিন থেকে চারজন মিলে স্কুল শিক্ষার্থীকে জোরপূর্বক ভাবে মিশুক গাড়ী যোগে জামালদি স্টানে নিয়ে যায়। সেখান থেকে গাড়ী যোগে কক্সবাজার নিয়ে এক হোটেলে চারদিন রাখে এবং নাতনিকে অনিচ্ছাকৃত জোরপূর্বক ভাবে ধর্ষণ করে বলে জানায় আমাকে। বিয়ে করার মিথ্যা প্রস্তাব দিয়ে পঞ্চম দিনে নারায়ণগঞ্জ শাহজালালের বড় বোন বন্দরে নিয়ে এসে একদিন রাখে ষষ্ঠ দিন সকালে এলাকায় পৌঁছে দেয় নাতনিকে।
বাড়ী পৌছে শিক্ষার্থী জানান বাড়ীর পাশে ব্রিজের কাছে পৌঁছলে শাহাজালাল সহ চার থেকে পাঁচজন মিশুক গাড়িতে জোর করে আমাকে নিয়ে যায়। সেখান থেকে বাস গাড়ি দিয়ে কক্সবাজারে এক হোটেলে চারদিন রেখেছে। আমার অনিচ্ছাকৃত কারণে বিয়ের মিথ্যা প্রস্তাব দিয়ে ধর্ষণ করেছে একাধিকবার। চারদিন পর পঞ্চম দিনে সেখান থেকে তার বড় বোনের বাসা নারায়ণগঞ্জ বন্দর এ নিয়ে আসেন। অপহরণের ষষ্ঠ দিন সকাল বেলায় জামালদি এলাকায় নামিয়ে দিয়ে আমাকে বলছে বিকালে বিয়ের ব্যবস্থা করা হবে।
শিক্ষার্থীর নানা মুকবুল হোসেন জানান থানায় অভিযোগের পর বিষয়টি এলাকাবাসীর জনগণ অবহিত হলেও আমাদেরকে হুমকি দিচ্ছে ধর্ষণকারী পরিবার। মিথ্যা মামলায় জড়িয়ে গ্রাম ছাড়া করার ভয় দেখাচ্ছে ধর্ষণ মামলার আসামিরা।
অভিযুক্ত শাহজালালের বাড়ীতে গিয়ে তার বাবা-মা কাউকে না পেয়ে কোনো মতামত পাওয়া যায়নি। ইউপি চেয়ারম্যান আবু তালেব ভূঁইয়া জানান বিষয়টি অবগত হয়েছি আইনি জটিলতার কারণে সমাধান দেওয়া যায়নি। গজারিয়া থানা কর্মকর্তা ইনচার্জ রইছ উদ্দিন জানান স্কুল শিক্ষার্থীর নানা বাদী হয়ে চার জনের বিরুদ্ধে একটি অভিযোগ করে। অভিযোগ পেয়ে তদন্ত করে গজারিয়া থানায় মামলা নিয়েছি। আসামি ধরার জোড় চেষ্টা চলছে।