যশোরের অভয়নগর উপজেলার সহকারী প্রোগ্রামার উত্তরা শতদ্রু প্রাচী যোগদানের পর থেকে কর্মস্থলে অধিকাংশ সময় অনুপস্থিত থাকতেন। অনুপস্থিত থাকার কারণে নোটিশ প্রদান করলে কর্মকর্তার বিরুদ্ধে করেন নিপীড়নের অভিযোগ। যার পরিপ্রেক্ষিতে স্ট্যান্ডরিলিজ করা হয়েছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শরিফ মোহাম্মদ রুবেলকে। তাছাড়া তদন্ত শুরু হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হুসেইন খাঁনের বিরুদ্ধে। পিআইও’র এহেন কর্মকা-ে বিব্রত উপজেলা প্রশাসন কিন্তু ইউএনও’র বিরুদ্ধে অভিযোগ মেনে নিতে পারছেন না অনেকেই। খোঁজ নিয়ে জানাগেছে, ২০১৯সালে উত্তরা শতদ্রু প্রাচী সহকারী প্রোগ্রামার হিসেবে বাগেরহাট জেলার মোংলা উপজেলায় যোগদান করেন। যোগদানের পর থেকে কর্মস্থলে অনুপস্থিতির কারণে তৎকালিন মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাহাত মান্নান তাকে কয়েক বার কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন। প্রথম নোটিশ ২০১৯ সালের ২১আগস্ট, যার স্মারক নং-৬০৭। দ্বিতীয়টি একই বছরের ১৪অক্টোবর। যার স্মারক নং-৭৮৯। এরপর ১৬অক্টোবর-২০১৯ তারিখে অফিস ফাঁকি দেয়া ওই নারী কর্মকর্তা উত্তরা শতদ্রু প্রাচীর নামে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক বরাবর অভিযোগ দায়ের করেন মোংলা উপজেলার তৎকালিন নির্বাহী কর্মকর্তা। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন নারী কর্মকর্তা উত্তরা শতদ্রু প্রাচী। আটতে থাকেন ষড়যন্ত্র। বিষয়টি ফাঁস হওয়ার পূর্বেই বাগেরহাট জেলা প্রশাসক মামুনুর রশিদের সহযোগিতায় তাঁকে বদলি করা হয় ঢাকার আগারগাঁও আইটি কার্যালয়ে। পরবর্তীতে ২০২০সালের মার্চ মাসে সহকারী প্রোগ্রামার হিসেবে অভয়নগর উপজেলায় যোগদান করেন উত্তরা শতদ্রু প্রাচী। যোগদানের পর থেকে সরকারি নির্দেশনা অমান্য করে প্রায়ই কর্মস্থলে থাকতেন অনুপস্থিত। সরকারি কার্যক্রম বাঁধাগ্রস্থ হওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাকে বারবার মৌখিকভাবে সতর্কতার পাশাপাশি কারণ দর্শানোর নোটিশ করেন এবং যথাসময়ে কার্যালয়ে উপস্থিত থেকে সরকারি বিধি মেনে সকল কার্যক্রম পরিচালনা করার নির্দেশনা দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা গত ১৩ডিসেম্বর-২০২০তারিখে সরকারি দায়িত্ব পালন না করার অভিযোগে ওই নারী কর্মকর্তাকে কারণ দর্শানো নোটিশ প্রদান করেন। এরপর ২০ডিসেম্বর-২০২০তারিখে দ্বিতীয়বারের কারণ দর্শানো নোটিশ দেয়া হয় এবং ২২ডিসেম্বর-২০২০তারিখে করোনা ভাইরাস নমুনা প্রদানকারী এবং আক্রান্তÍ রোগীর তালিকা সংগ্রহ করে সংশ্লিষ্ট কর্মকর্তা-জণপ্রতিনিধির ই-মেইলে না পাঠানোর অপরাধে কারণ দর্শানো নোটিশ জারি করেন ইউএনও মো. নাজমুল হুসেইন খাঁন। বিষয়গুলোসহ মোংলা উপজেলায় থাকাকালিন সময়ের ঘটনার বিষয়ে জানতে নারী কর্মকর্তার মোবাইল ফোনে (০১৭১৫-৭১৪০০৯) একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি। বিষয়টি সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হুসেইন খাঁন জানান, সহকারী প্রোগ্রামার উত্তরা শতদ্রু প্রাচী আমার বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে যে অভিযোগ করেছেন তা সত্য নয়। সরকারি দায়িত্ব অবহেলার কারণে তাকে বেশ কয়েকটি কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। পিআইও’র সাথে কথাকাটাকাটির জের ধরে তিনি আমাকেও জড়িয়েছেন। তিনি আরও জানান, আমার রুমে সিসি ক্যামেরা দেয়া আছে, আমিসহ অফিসে আগত সকলকে দেখা যায় এবং সবকিছু রেকর্ড করা হয়। এ বিষয়ে আমি বিস্তারিত প্রতিবেদন তথ্য ও যোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক বরাবর পাঠিয়েছি। এ ব্যাপারে অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীরের সাথে কথা হলে তিনি বলেন, কর্মস্থলে অনুপস্থিত ও সরকারি কাজে অসহযোগিতা করতেন সহকারী প্রোগ্রামার উত্তরা শতদ্রু প্রাচী। আমার সামনে ইউএনও তাকে বারবার মৌখিকভাবে সতর্ক করেছেন। পরবর্তীতে কয়েক বার কারণ দর্শানোর নোটিশ করেন। কর্মস্থলে অনুপস্থিত, সরকারি কাজে অসহযোগিতা ও নোটিশ প্রদান করায় ক্ষিপ্ত হয়ে উত্তরা শতদ্রু প্রাচী ইউএনও’র বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে অনৈতিক অভিযোগ করেছেন।