যশোরের অভয়নগর উপজেলা সহকারী প্রোগ্রামার (এপি) সঙ্গে প্রকল্প বাস্তবায়ন (পিআইও) কর্মকর্তার দ্বন্দ্বে উদ্দেশ্যমুলক ভাবে মিথ্যা অভিযোগে ইউএনওকে জড়ানো হয়েছে বলে দাবী ১৬ কর্মকর্তার। এ ব্যাপারে ২৯ ডিসেম্বর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের ১৬জন কর্মকর্তার স¦াক্ষরিত একটি আবেদনপত্র তথ্য ও যোগাযোগপ্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক বরাবর পেশ করা হয়েছে।
১৬ কর্মকর্তা স্বাক্ষরিত আবেদনপত্রে উল্লেখ করা হয়েছে, গত ২২ ডিসেম্বর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শরীফ মোহাম্মদ রুবেলের সঙ্গে এপি উত্তরা শতদ্রƒ প্রাচীর দ্বন্দ্ব হয়। মোবাইল ফোনে এপির সঙ্গে অগ্রহণযোগ্য, শিষ্টাচার বহির্ভুত ভাষা ব্যবহার করেন পিআইও। পরে ওই কথোপকথনের অডিও ক্লিপ গণমাধ্যমে ভাইরাল করা হয়। বিষয়টি জানাজানি হওয়ার পর পিআইওকে স্ট্যা-রিলিজ করে কর্তৃপক্ষ। পরবর্তীতে কর্মক্ষেত্রে যৌন হয়রানি ও জীবন নাশের হুমকির সাতটি বিষয় তুলে ধরে নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হুসেইন খানকে জড়িয়ে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক বরাবর লিখিত অভিযোগ করেন এপি।
অভিযোগের ভিক্তি আবেদনপত্রে আরো উল্লেখ করা হয়েছে, প্রায় এক বছর ইউএনও নাজমুল হুসেইন খানের সঙ্গে তারা কাজ করছেন। দাপ্তরিক সকল কাজে ইউএনও’র সহযোগিতা পেয়েছেন। ইউএনও’র বিরুদ্ধে এপি আনীত অভিযোগ অসত্য ও অপপ্রচারমূলক কার্যক্রম যা সত্য নয়।