ঢাকা-সিলেট মহাসড়ক চার লেনে প্রশস্ত করতে সবুজ প্রকল্পের খাল ভরাটের প্রতিবাদে ও সেচের পানির প্রবাহের জন্য বিকল্প ব্যবস্থা গ্রহণের দাবিতে বাংলাদেশ ওয়াকার্স পার্টি ও জাতীয় কৃষক সমিতির যৌথ আয়োজনে মঙ্গলবার সকাল ১২টায় আশুগঞ্জ গোল চত্ত্বরে এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা ওয়াকার্স পার্টির সভাপতি অ্যাডভোকেট কাজী মাসুদ আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আবু সাঈদ খান, সম্পাদকমন্ডলীর সদস্য কমরেড নজরুল ইসলাম, আশুগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক দ্বীজেন ঘোষ,কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক হোসেন আহমেদ ঢালী, বাংলাদেশ যুব মৈত্রী ব্রাহ্মণবাড়িয়া জেলার আহ্বায়ক অ্যাডভোকেট নাসির,মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম, মো. আবু তাহের,তালশহর ইউপি যুবদলের সভাপতি সোহরাবউদ্দিন ফরহাদ,তালশহর ইউপি যুবলীগের সভাপতি তফসিরুল ইসলাম,জাতীয় কৃষক সমিতির সদস্য কাজী পাভেল মাহমুদসহ আরো অনেকে।
মানববন্ধনে বক্তারা বলেন, পরিবেশবান্ধব ও সাশ্রয়ী আশুগঞ্জ সেচ প্রকল্প নিরবচ্ছিন্নভাবে অব্যাহত না রাখা হলে ও কৃষি জমির শ্রেণি পরিবর্তন করা না হলে ভবিষ্যতে আরো কঠোর কর্মসূচি পালনের মাধ্যমে কৃষকদেও বেচে থাকার দাবী আদায়ে সংশ্লিষ্ট কর্তপক্ষকে বাধ্য করা হবে।