মুজিব শতবর্ষে স্কুল,কলেজ জাতীয়করণের দাবীতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ স্বাধীনতা শিক্ষক পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।বঙ্গবন্ধু কারিগরি কলেজের হলরুমে মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,স্বাধীনতা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক এবং শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাষ্টের সচিব অধ্যক্ষ শাহজাহান আলম সাজু।স্বাধীনতা শিক্ষক পরিষদের আশুগঞ্জ উপজেলা শাখার সভাপতি প্রফেসর মোহাম্মদ শাহজাহান ভুইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন,ভৈরব শিমুলকান্দি কারিগরি ও বানিজ্যিক কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান,সরকারী হাজী আবদুল জলিল বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হুমায়ুন কবির,সোহাগপুর আছিয়া সাফি উদ্দিন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্ম ফারুক হোসেন,আড়াইসিধা কেবি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ উদ্দিন,আন্দিদিল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কবির হোসাইন প্রমুখ। প্রধান অতিথি স্বাধীনতা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক এবং শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাষ্টের সচিব অধ্যক্ষ শাহজাহান আলম সাজু বলেন,বাংলাদেশে বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শিক্ষার ক্ষেত্রে যে উন্নয়ন করেছেন তা বিগত সব সরকারগুলো তা করেনি।শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ এখন সময়ের ব্যাপারমাত্র।তিনি শিক্ষকদের উদ্যেশ্যে বলেন,শিক্ষকতা একটি মহান পেশা।তাই শিক্ষকদের নীতিনৈতিকতার মধ্যে থেকে শিক্ষার্থীদের শিক্ষা দেওয়ার আহবান জানান।