জাতির জনক বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে বিএডিসি বঙ্গবন্ধু পরিষদ মেহেরপুর জেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২ টার দিকে মেহেরপুর বাড়াদী বীজ খামারের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মেহেরপুর চিৎলা পাটবীজ খামারের যুগ্ম পরিচালক এস,এম, রেজাউল হুদার সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন আমঝুপি সবজি বীজ খামারের উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুন, সহকারী পরিচালক নাহিদুল ইসলাম, বাড়াদী বীজ উৎপাদন খামারের উপ-পরিচালক হাফিজুল ইসলাম প্রমুখ। এ সময় বক্তারা বঙ্গবন্ধুর ভাষ্কর্যের বিরোধিতা কারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। সেই সাথে যে সকল স্থানে বঙ্গবন্ধুর ভাষ্কর্য আছে তা রক্ষায় সকলকে উদ্যোগি হবার আহবান জানান।