ময়মনসিংহের গফরগাঁওয়ে সূর্যসারথি খেলাঘর আসরের উদ্যোগে মঙ্গলবার (২৯ ডিসেম্বর) শতাধিক সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। পৌরশহরের জেলা পরিষদ ডাকবাংলো মাঠে সকাল সাড়ে ১০টায় শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প ও বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, সূর্যসারথি খেলাঘর আসর ময়মনসিংহ বিভাগীয় সমন্বয়ক আতাউর রহমান মিন্টু, সূর্যসারথি খেলাঘর আসরের উপদেষ্টা শাহরিয়া আহমেদ জনি, সূর্যসারথি খেলাঘর আসরের সভাপতি শফিকুল কাদির, মুক্ত পায়রা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক শেখ আবদুল আওয়াল, সাংবাদিক রফিকুল ইসলাম খান, শফিউল আলম মারুফ, আরশাদ আহমেদ আসাদ, মেহেদী হাসান বুলবুল, শাখাওয়াত হোসেন প্রমূখ।